বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক: গাজীপুরের শ্রীপুর উপজেলায় নাসরিন আক্তার (২২) নামে অন্তঃসত্ত্বা এক আয়াকে পেটে লাথি মারার অভিযোগ উঠেছে বেসরকারি হাসপাতালের মালিক ডা. আবুল হোসেনের বিরুদ্ধে।
গত বৃহস্পতিবার সকালে মাওনার আল হেরা হাসপাতালে এ ঘটনা ঘটে। আহতের বাড়ি জামালপুর সদর উপজেলার ভাদুরীপাড়া গ্রামে। তার স্বামীর নাম কামরুল ইসলাম। স্বামীকে নিয়ে নাসরিন ওই হাসপাতাল থেকে কয়েকশ গজ দূরে কেওয়া পশ্চিমখন্ড (প্রশিকামোড়) এলাকার জসিম উদ্দিনের বাড়িতে ভাড়া থাকেন। তার স্বামী একজন দিনমজুর।আয়া নাসরিন আক্তার সাড়ে তিন মাসের গর্ভবতী বলে জানা যায়।
নাসরিন আক্তার জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে হাসপাতালের তৃতীয়তলার ফ্লোর মোছছিলেন তিনি। হঠাৎ তার মাথা ঘুরছিল। কাজ সেরে ওই ফ্লোরেই বৈদ্যুতিক পাখার নিচে বসেছিলেন তিনি। তার বসে থাকা দেখেই ছুটে যান ডা. আবুল হোসেন।
এসময় তাকে অশ্লীল গালাগাল করে সজোরে তার পেটে লাথি মারেন ডা. আবুল হোসেন। ‘অ-মাগো’ বলেই পড়ে যান তিনি। এরপর আবারো লাথি মারার জন্য উদ্যত হলে অন্য কর্মীরা ছুটে গিয়ে তাকে রক্ষা করেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডা. আবুল হোসেন বলেন, লাথি মারার ঘটনা সঠিক নয়। কাজ না করে বসে থাকায় ধমক দিয়েছি মাত্র।
Leave a Reply