বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০২:২৫ পূর্বাহ্ন
নিয়ামুর রশিদ শিহাব, গলাচিপা(পটুয়াখালী)সংবাদদাতা: শুক্রবার বাউবি পরীক্ষায় গলাচিপা সরকারি কলেজ(৫১৪) কেন্দ্রে নকল করার সহযোগিতা প্রদানের জন্য টাকা উত্তোলনের সময় হাতেনাতে দুই জনকে আটক করেছে উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো.রফিকুল ইসলাম।
আটককৃতরা হলেনঃ গলাচিপা সরকারি কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ও পরীক্ষা কমিটির আহ্বায়ক মো.শফিকুল ইসলাম এবং অফিস সহকারি নির্মল চন্দ্র পাল। আটক করে তাদেরকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে নিয়ে আসা হয়।
সেখানে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যজিস্ট্রেট শাহ্ মো.রফিকুল ইসলাম প্রত্যেককে ৫০হাজার টাকা করে মোট ১লাখ টাকা জরিমানা করে।
জানা গেছে, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ/বিএসএস এর রাষ্ট্র বিজ্ঞান পাট-১ এর পরীক্ষা শুক্রবার সকাল ৯টায় শুরু হয়।গলাচিপা সরকারী কলেজ(৫১৪) কেন্দ্রে ১৪২জন পরীক্ষার্থী অংশ নেয়।পরীক্ষার শুরুর পরপরই অত্র কেন্দ্রের পরীক্ষার্থীদের নকল করার সুবিধা দেয়ার জন্য মো.শফিকুল ইসলাম ও নির্মল চন্দ্র পাল জনপ্রতি ৩শত থেকে ৫শত টাকা করে তুলছিল।
বিগত পরীক্ষাগুলোতে টাকা উত্তোলন করার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থল থেকে টাকাসহ তাদেরকে আটক করে।
এ ব্যাপারে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ রফিকুল ইসলাম জানান, নকল করার সহযোগিতা প্রদানের জন্য টাকা উত্তোলনের সময় হাতেনাতে দুই জনকে আটক করে প্রত্যেককে ৫০হাজার টাকা করে জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে।
Leave a Reply