বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২:২০ পূর্বাহ্ন
তানজিল জামান জয়,কলপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি ঃ পটুয়াখালীর কলাপাড়ার মৎস্য বন্দর মহিপুরে ব্যাবসায়ীরা সংবাদ সম্মেলন, মানবন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সুবিধাভোগী একটি কুচক্রী মহল বিভিন্ন সময় ওইসব ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এ কর্মসূচী পালন করে। রবিবার দুপুরে মহিপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন শেষে প্রায় ঘন্টা ব্যাপী শতাধিক ব্যবসায়ী মহিপুর শেখ রাসেল সেতুর নিচে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন।
এসময় সাংবাদ সম্মেলন, মানবন্ধন ও প্রতিবাদ সভায় বক্তরা বলেন, মহিপুর বন্দরে সরকারি খাস জমিতে হতদরিদ্র শ্রেণীর মানুষ ভুমি বন্দোবস্ত নিয়ে দীর্ঘ পঞ্চাশ বছর ধরে ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছে। এ নিয়ে স্থানীয় একটি সুবিধাভোগী মহল বিভিন্ন সংবাদ মাধ্যমে ভুল তথ্য দিয়ে তাদের হয়রানী করছে। এ সময় বক্তব্য রাখেন মহিপুর বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা ডা.খলিলুর রহমান।
তিনি বলেন, সকল ব্যবসায়ীদের স্বার্থসংরক্ষনে নির্মানাধীন স্থ্াপনা যাতে উচ্ছেদ করা না হয় সেই জন্য প্রধানমন্তীর শেখ হাসিনার কাছে জোর দাবী জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহিপুর বন্দর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ডা.রুহুল আমিন দুলাল।
সংবাদ সম্মেলন শেষে , মানবন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ব্যবসায়ী সমিতির নেতা আলহাজ শাজাহান খলিফা তিনি বলেন, এখনো যারা বন্দোবস্ত পায়নি তারা যাতে বন্দোবস্ত পায় সে জন্য সরকারের কাছে আমি দাবী জানাচ্ছি।
মহিপুর প্রেস ক্লাব সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সাংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কলাপাড়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কুয়াকাটা প্রেস ক্লাব সভাপতি এ এম মিজানুর রহমান বুলেট,কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস কে রঞ্জন, সাবেক সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান সুজন মৃধা,কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সহ সাধারন সম্পাদক রাসেল মোল্লা, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরাজি মো ইমরান,
টেলিভিশন সাংবাদিক ফোরাম সভাপতি সাইফুল ইসলাম রয়েল, টেলিভিশন সাংবাদিক ফোরাম, সাধারন সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, মহিপুর প্রেস ক্লাবের সদস্য মাহাতাব হাওলাদার, সহিদুল ইসলাম, মহিবুল্লাহ পাটোয়ারী , আরিফ সুমন মনিরুজ্জামান প্রমুখ।
Leave a Reply