সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:৪৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ ফরম ফিলাপে বিভিন্ন খাতে অযৌক্তিক ফি আদায়ের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ করেছে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা। রোববার (৩০ জুন) সকাল সাড়ে ১০টায় কলেজের জিরো পয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সাধারন শিক্ষার্থীরা।
মিছিলটি ক্যাম্পাস ও কলেজের সামনের সড়ক প্রদক্ষিন করে। মিছিলকারীরা পরবর্তিতে কলেজের প্রশাসনিক ভবনের গেটের সামনে সড়কে মানববন্ধন করে।এসময় বক্তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক ফরম ফিলাপের নির্ধারীত ফি এর বাইরে ম্যাগাজিন ফি, উন্নয়ন ফি, ছাত্রছাত্রী সংসদ ফি, লাইব্রেরী ফি, পরিবহন ফি, অধিভুক্ত ফি, অত্যবশ্যকীয় ফি, ব্যবস্থাপনা ফি, চিকিৎসা ফিসহ বিভিন্ন অযৌক্তিক ফি আদায় করা হয়।
এসব খাতে ফি নেয়া হলেও এর কোনো দৃশ্যমান কার্যক্রম চোখে পড়েনা। তাই এসব ফি বন্ধ ও কমানোর দাবী জানান শিক্ষার্থীরা। তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাহিদ ইসলামের সভাপতিত্বে এসময় আরিফ আহমেদ, ফয়সাল ইসলামসহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিল।
এদিকে কয়েকজন শিক্ষার্থী জানান, তাদের এ সমস্যা পূর্বে ছিলো না। কলেজর শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আলামিন সরোয়ারের চাটুকারিতার কারণে এই সমস্যাগুলোর উৎপত্তি হয়েছে।
এদিকে এই বিষয়ে কলেজ অধ্যক্ষ শফিকুর রহমান সিকদারের বক্তব্য জানতে চাইলে প্রথমে তাতে বাঁধা দেয় শিক্ষক নেতা আলামিন সরোয়ার। তবে অধ্যক্ষ পরে জানিয়েছেন তাদের কাছ থেকে কোনো অতিরিক্ত ফি আদায় করা হয় না।
Leave a Reply