মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:৩৩ অপরাহ্ন
তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। কলাপাড়ার পায়রা ১৩২০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তাপ বিদ্যুৎ কেন্দ্রের নিহত নির্মাণ শ্রমিক সাবিন্দ্র দাসের পরিবারের সদস্যদের হাতে ক্ষতিপূরণ বাবদ ১৫ লক্ষ টাকার চেক তুলে দেয়া হয়েছে। শনিবার শেষ বিকেলে তাপ বিদ্যুৎ কেন্দ্রের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এ চেক তুলে দেয়া হয়।কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান সাবিন্দ্র দাসের স্ত্রী শুক্লা দাসের হাতে চেক তুলে দেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ-চায়না পাওয়ার জেনারেশন কোম্পানীর (বিসিপিসিএল) নির্বাহী প্রকৌশলী (পূরকৌশল) রেজওয়ান ইকবাল খান, নর্থেষ্ট ইলেকট্রিক পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশন লিমিটেডের (এনইপিসি) ভাইস ম্যানেজার মি. উ এবং ধানখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন তালুকদার প্রমুখ। গত ১৮ জুন তাপ বিদ্যুৎ কেন্দ্রের পাওয়ার ব্লকের বয়লারের ওপর কাজ করার সময় নিরাপত্তা বেল্ট ছিড়ে নিচে পড়ে গেলে সাবিন্দ্র দাসের মৃত্যু হয়। সাবিন্দ্রর বাড়ি হবিগঞ্জ জেলার নবিগঞ্জ উপজেলার জয়নগর গ্রামে।
Leave a Reply