মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৬:০৫ অপরাহ্ন
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বানারীপাড়ায় শের-ই বাংলার স্মৃতি বিজড়িত চাখারের মানিক মিয়ার হাটে হতদরিদ্রদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম কেন্দ্রের নিজস্ব ভবনের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বাদ জুমা কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. দুলাল মিয়ার সভাপতিত্বে ওই ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী খন্দকার জিয়াউল আহসান বাবু বলেন দেশ ও জাতির কল্যাণে সামর্থবানদের এগিয়ে আসার জন্য মাদার অব হিউম্যানিটি দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে তিনি ২০১০ সালের ১১ আগষ্ট থেকে হতদরিদ্রদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম কেন্দ্রের পরিচালনা করে আসছেন।
অনুষ্ঠানে বলহার বয়েজ ক্লাবের সাংগঠনিক সম্পাদক সায়েম মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আব্দুস সাত্তার বাবুল ও বরিশাল সরকারী কলেজের সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ খোন্দকার অলিউল ইসলাম প্রমুখ।
প্রসঙ্গত বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম কেন্দ্রে প্রতি বৃহস্পতিবার বরিশাল শেবাচিম হাসপাতাল ও বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই জন বিশেষজ্ঞ চিকিৎসক দরিদ্র রোগীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন।
এর পাশাপাশি রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধও বিতরণ করা হয়।ওই দুই চিকিৎসকের ব্যয়ভার বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম কেন্দ্র থেকে বহন করা হয়।এদিকে মানবসেবায় ব্রতী হয়ে হতদরিদ্রদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম কেন্দ্র পরিচালনা করায় মানব হিতৈষী খন্দকার জিয়াউল আহসান বাবুকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।
Leave a Reply