শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:২৩ পূর্বাহ্ন
মহিপুর প্রতিনিধি ॥ কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজে ‘স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরাম’র সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় মহিপুর থানা পুলিশের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় সভায় প্রায় চার শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সিএম সাইফুর রহমান’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার কলাপাড়া সার্কেল মো. জালাল উদ্দিন আহমেদ, মহিপুর থানার অফিসার ইন চার্জ মো. মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন এসআই হাফিজুর রহমানসহ শিক্ষকবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, চুরি, ডাকাতি বলে যে গুজব ছড়ানো হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। সারা রাত পুলিশের টহল থাকার পরও এমন ঘটনার সত্যতা খুঁজে পাওয়া যায়নি। তিনি শিক্ষার্থীদের ইয়াবা চালান, চুরি-ডাকাতি, জঙ্গী তৎপরতার তথ্য দিয়ে পুলিশকে সহযোগীতার আহ্বান জানান। জনমনে যে আতঙ্ক রয়েছে তা দূর করতে পুলিশ বাহিনী সদা তৎপর রয়েছে বলে তিনি শিক্ষার্থীদের আশ্বস্থ করেন। মাহফুজুর রহমান আরো বলেন,পুলিশ ইভা ধর্ষণ পরবর্তী হত্যার তদন্ত কাজ দ্রুত এগিয়ে চলছে,অচিরেই সত্য বেরিয়ে আসবে।
Leave a Reply