মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০২:৪২ পূর্বাহ্ন
আমজাদ হোসেন, বাউফল প্রতিনিধিঃ বেসরকারি এমপিও ভুক্ত স্কুল, কলেজ ও মাদরাসা শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে চাঁদার নামে অতিরিক্ত চার শতাংশ টাকা কর্তনের প্রতিবাদে গতকাল সোমবার পটুয়াখালীর বাউফল উপজেলা চত্বরে মানববন্ধন ও সমাবেশ করেছে শিক্ষকেরা। মানববন্ধন ও সমাবেশ শেষে শিক্ষামন্ত্রী বরাবরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিজুস চন্দ্র দের মাধ্যমে স্মারকলিপি দেন শিক্ষকেরা।
বিকেল সাড়ে তিনটার দিকে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচীতে বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি, বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন নামে তিনটি সংগঠনের ব্যানারে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দুই সহাস্রাধিক শিক্ষক অংশগ্রহন করে।
মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন মো. মাহবুর রহমান।অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন সৈয়দ এনামুল হক, মরিয়ম বেগম নিসু, মো. মাহাবুব আলম, শফিকুল ইসলাম, মিজানুর রহমান, হারুন অর রশিদ খান প্রমুখ।
বক্তরা বলেন,শিক্ষকেরা যখন শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের এক দফা দাবিতে আন্দোলন করছে। তাঁদের সেই যৌক্তিক দাবি না মেনে সরকার চাঁদার নামে শিক্ষকদের বেতন থেকে চার শতাংশ টাকা কর্তনের আদেশ দিয়েছে।এই অযৌক্তিক দাবি প্রত্যাহার করতে হবে।না হলে কঠোর কর্মসূচী দেওয়ার হুমকি দেন।
Leave a Reply