মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০২:৩০ পূর্বাহ্ন
তানজিল জামান জয়, কলাপাড়াঃ সাগর সৈকত কুয়াকাটায় তামাকজাত পন্যের বিজ্ঞাপন ও প্রচারনা বন্ধে জন সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গ্রামবাংলা উন্নয়ন কমিটি এবং নলেজ ফর এডুকেশন শনিবার বিকেলে কুয়াকাটা প্রেসক্লাব হল রুমে যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় তামাকজাত দ্রব্য ব্যবহারের অপকারিতা, সামাজিক দিক এবং আইনের প্রয়োগ নিয়ে আলোচনা করেন আইনজীবি বিনয় ভূষন রায়। অন্যানের মধ্যে আলোচনা করেন গ্রাম বাংলা উন্নয়ন কমিটির বরিশাল বিভাগীয় সমন্বয়কারী মো. মনিরুল ইসলাম, নলেজ ফর এডুকেশনের কলাপাড়া উপজেলা সমন্বয়কারী নির্মল মন্ডল, কুয়াকাটা বাইতুল আরোজ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ হুমায়ূন কবির, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী সাঈদ প্রমূখ।
আয়োজিত এ কর্মশালায় বরিশাল বিভাগে বাংলাদেশের তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন,এর প্রচারণা নিষিদ্ধ ও পৃষ্ঠপোষকতা নিয়ন্ত্রন এবং আইনের বাস্তবায়ন কল্পে করনীয় নিয়ে আলোচনা করেন অংশগ্রহনকারীরা। কর্মশালায় বিভিন্ন শ্রেনী পেশার ২৫ জন অংশগ্রহন করেন। কর্মশালা শেষে ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
Leave a Reply