শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন
মোঃ মাসুদ সরদার গৌরনদী প্রতিনিধি: আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতাসংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে সে সময়ের মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ নেয়।
মুজিবনগর দিবস উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিবসটি উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও রেলি বের করা হয় এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলার নির্বাহি অফিসার খালেদা নাসরিন ও উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুল নাহার মেরি ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী বাংলাদেশ আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক গৌরনদী উপজেলা বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ।
Leave a Reply