শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৩:০৬ অপরাহ্ন
মোঃ মাসুদ সরদার ,গৌরনদী প্রতিনিধি : অটো চালককে অচেতন করে অটো ছিনতাই করেছে ছিনতাই করেছে। অটো চালক কাইউম হাওলাদার পিতা ফেরদৌস হাওলাদার গৌরনদী উপজেলার কমলাপুর গ্রামের বাসিন্দা।
জানা গেছে, কাইউমের অটোতে সকালে যাত্রী বেশে কিছু লোক গৈলা আসে। গৈলা হাসপাতালের সামনে বসে ইজিবাইক চালক কাইউমকে অচেতন করে ইজিবাইকটি নিয়ে যায়।
বর্তমানে সে গৈলা হাসপাতালে ভর্তি ।
Leave a Reply