বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৬:১৯ অপরাহ্ন
গৌরনদী প্রতিনিধি:বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ মাগুরা গ্রামের ৪র্থ শ্রেণির স্কুলছাত্র সৌরভ মন্ডল হত্যাকাণ্ডের ৩৯ দিন অতিবাহিত হলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। হত্যাকারীদের পক্ষ হয়ে তাদের স্বজন ও সহযোগিরা বিভিন্নভাবে সৌরভের পরিবারের সদস্যদেরকে নানা প্রকার ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ উঠেছে।বুধবার (৩ এপ্রিল) সকালে গৌরনদী প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন নিহত স্কুলছাত্র সৌরভ মন্ডলের মা ভানু মন্ডল।
লিখিত বক্তব্যে ভানু মন্ডল বলেন, হত্যাকারীদের সহযোগিরা আমার পিতা হরিহর মন্ডল ও আমার ভাই রাজেশ্বর পান্ডেকে ভয় ভীতি দেখিয়ে এসেছে। তাদেরকে হুমকি দিয়ে বলা হয়েছে মামলা তুলে না নিলে তাদেরকেও মেরে ফেলা হবে। তারা চাঁপ প্রয়োগ করে আমাকে ও আমার স্বামীকে দিয়ে লিখিয়ে নেওয়ার চেষ্টা করেছে যে, আমার ছেলে সৌরভ মাছ চুরি করায় এলাকাবাসীর গণপিটুনিতে আহত হয়ে মারা গেছে।
তিনি বলেন, তাদের এহেন প্রচেষ্টার কাছে আমি ও আমার স্বামী নতি শিকার না করায় তারা এখন হত্যাকারীদেরকে বিদেশে পাঠিয়ে দেয়ার পায়তারা চালাচ্ছে। আমি জানতে পেরেছি যে, আসামীদের যে নামে আমরা মামলা দিয়েছি, সেটি তাদের ডাক নাম। তাদের আসল নাম অন্য। যেমন, মামলার ০১ নং আসামী বেল্লাল মোল্লার আসল নাম হল বাহারুল মোল্লা। তার পিতার ডাক নাম মোস্তফা মোল্লা হলেও তার আসল নাম জাবেদ মোল্লা ওরফে জবা মোল্লা। ২নং আসামী ফারুক মাতুব্বর এর পিতার নাম শাহ আলম মাতুব্বর। বেল্লাল মোল্লা ওরফে বাহারুল মোল্লা এবং ফারুক মাতুব্বর সম্পর্কে মামা-ভাগ্নে। মামলার এজাহারে ১নং আসামী বেল্লাল মোল্লার আসল নাম বাহারুল মোল্লা না থাকায় সে ওই আসল নাম বাহারুল মোল্লা নামে পাসপোর্ট করে বিদেশে পাড়ি জমানোর পায়তারা চালাচ্ছে।
এ অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাসহ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি আমার ছেলের হত্যাকারীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ভানু মন্ডলের স্বামী কার্তিক চন্দ্র মন্ডল, পিতা হরিহর মন্ডল, বড় ছেলে বিজয় মন্ডল প্রমুখ।উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি বিকালে উপজেলার দক্ষিণ মাগুরা গ্রামের বাদল সন্যামাতের পুকুরের পানি সেচ করে মাছ ধরা হচ্ছিল। পুকুরের পাড়ে মা ভানু মন্ডলের পাশে বসে তা দেখছিল ওই গ্রামের কার্তিক মন্ডলের ছেলে সৌরভ মন্ডল (১০)। কিছুক্ষণ পর সৌরভকে সেখানে রেখে মা ভানু মন্ডল বাড়ির ভেতরে চলে যায়। এ সময় উত্তর মাগুরা গ্রামের মোস্তফা মোল্লা, ওরফে জাবেদ মোল্লা, ওরফে জবা মোল্লার ছেলে বেল্লাল মোল্লা ওরফে বাহারুল মোল্লা দুষ্টামির ছলে শিশু ছাত্র সৌরভের প্যান্ট টেনে খুলে তাকে ন্যাংটা করে ফেলে। এতে রাগান্বিত হয়ে সৌরভ মন্ডল বেল্লাল ওরফে বাহারুল মোল্লাকে গালিগালাজ করে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে বেল্লাল ওরফে বাহারুল মোল্লা ও তার মামা একই গ্রামের শাহ আলম মাতুবাবরের ছেলে ফারুক মাতুব্বর মিলে সৌরভকে মারধর করে। এতে সৌরভ আহত হলে পরে হাসপাতালে তার মৃত্যু হয়।
Leave a Reply