মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৪:২৫ অপরাহ্ন
থানা প্রতিনিধি:বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের মেজর এম জলিল সেতুতে প্রাইভেটকারের ধাক্কায় তৃতীয় শ্রেণীর ছাত্র দীপ কর্মকার নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দীপ উজিরপুর পৌর এলাকার গোপাল কর্মকারের ছেলে। দীপ কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্র।
প্রত্যক্ষদর্শী, সন্ধ্যায় সেতুতে ঘোরাফেরা করছিলো দীপ ও তার সহোদর পার্থ। হঠাৎ বরিশাল থেকে ঢাকাগামী দ্রুত গতির একটি প্রাইভেটকার দীপকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এতে দীপ গুরুত্বরভাবে আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী রাজা রহমান বলেন, শিশুটিকে পেছন থেকে ধাক্কা দেয়া ঘাতক প্রাইভেটকারটির সামনে পোশাকধারী একজন পুলিশ বসা ছিলেন।
তাছাড়া গাড়ীটির সামনে পুলিশের সিগ্যানাল বাতি ছিলো। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ঘাতক প্রাইভেটকারটিতে প্রশাসনের উর্ধ্বতন কোন কর্মকর্তা ছিলেন।
Leave a Reply