বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৬:৪৫ পূর্বাহ্ন
মোঃ মাসুদ সরদার গৌরনদী প্রতিনিধি: দেশের সর্বাধিক জনপ্রিয় ব্রান্ড ওয়ালটনের ডিস্টিবিউটর কনফারেন্স ২০১৯ ওয়ালটন ইন্ডাষ্ট্রিয়াল পার্ক চন্দ্রা গাজীপুরে অনুষ্ঠিত হয়। এতে দেশের ২৫টি জোনের দেড় হাজার ডিস্টিবিউটর যোগদান করেন। ফরিদপুর জোনের সেরা ডিষ্টিবিউটর নির্বাচিত হন গৌরনদীর রিয়াদ ট্রেডার্সের মালিক মো. মেরাজ হোসেন খান। তার হাতে গোল্ড কয়েন, সম্মাননা ক্রেষ্ট ও সনদ তুলে দেন ওয়ালটন হাইটেক ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস, এম, নূরুল আলম রেজভী।
ওয়ালটন হাইটেক ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের নির্বাহী পরিচালক( বিপনন) এমদাদুল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিস্টিবিউটর কনফারেন্সে বিশেষ অতিথি ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম নূরুল আলম রেজভী, ভাইসচেয়ারম্যান এস এম শাম,ছুল অলম, ব্যবস্থাপনা পরিচালক এস এম অশরাফুল ইসলাম, এস এম মাহাবুবুল অলম, এস এম রেজাউল অলম, এস এম মঞ্জুরুল আলম অভি, তাহমিনা অফরোজ তান্না ও রাইসা সিগমা হিমা।
অলোচনা ও সম্মানননা প্রদান শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠান।
Leave a Reply