রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:২০ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠির রাজাপুর উপজেলায় ৫২শ’ কেজি অবৈধ পলিথিন জব্দ করেছে বরিশাল র্যাব-৮ এর একটি দল। এ সময় ৭০টি বস্তায় ভর্তি আনুমানিক ৭ লাখ টাকা মূল্যের এ পলিথিনের মালিক ব্যবসায়ী ওসমান গণিকেও আটক করা হয়।বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার কেওতা মাদরাসা এলাকায় র্যাব অভিযান চালিয়ে একটি ট্রলার ভর্তি এই পলিথিন জব্দ করে। আটক ওসমান গণি উপজেলার কেওতা ঘিগড়া গ্রামের প্রয়াত আশ্রাব আলীর ছেলে।
বরিশার র্যাব-৮ এর এএসপি মুকুর চাকমা বলেন, পলিথিন ব্যবসায়ী ওসমান গণি দীর্ঘ ৪ বছর ধরে নদী পথে ঢাকা থেকে পলিথিন এনে দক্ষিণাঞ্চলের বিভিন্ন বাজারে পাইকারি বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার দুপুরে ওসমান গনির বাড়ির সামনের খালে ট্রলার ভর্তি পলিথিনগুলো জব্দ করা হয়।
অভিযান শেষে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজাপুর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) ইমরান শাহারিয়া আটককৃত ওসমান গণিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। একই সাথে অবৈধ পলিথিন ধ্বংসের নির্দেশ দেন।
Leave a Reply