মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০২:৫৪ পূর্বাহ্ন
কলাপাড়া প্রতিনিধি:কলাপাড়ায় গরুতে সীম গাছ খাওয়ায় গরুর মালিক কৃষক হুমায়ুনের (৩৫) বাম হাত কব্জি বরাবর কেটে ফেলা হয়েছে। এছাড়া ডান হাতের তিনটি আঙ্গুল কেটে দেয়া হয়েছে। ভাইকে বাঁচাতে এগিয়ে গেলে সাইদুলকেও (১৮) কুপিয়ে ডান হাতের তিনটি আঙ্গুল কেটে ফেলা হয়েছে। প্রতিবেশি ছালাম হাওলাদার রামদা দিয়ে নৃশংসভাবে কুপিয়ে দুই সহোদরকে এভাবে গুরুতর জখম করেছে। শনিবার সন্ধ্যায় উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের বাইশাখলা গ্রামে ঘটনাটি ঘটে। স্থানীয়রা উদ্ধার করে দুই সহোদরকে শঙ্কাজনক অবস্থায় কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে।
অপরদিকে এ ঘটনা আড়াল করতে সন্ত্রাসী ছালাম হাওলাদারের স্ত্রী নাসিমা ওরফে সালমা বেগম শরীরে কাদা লেপটে থানায় মামলা করতে আসার পথে পুলিশ তাকে গ্রেফতার করেছে।
পলাতক রয়েছে ছালাম। আহতের সজন শাহআলম মোল্লা জানান, হুমায়ুনের গরুতে প্রতিবেশী ছালামের সীম গাছ খেয়ে নষ্ট করে ফেলে।
গরুটি বেঁধে রাখা হয়। ওই গরু আনতে গেলে ছালাম হুমায়ুনের ওপর সশস্ত্র হামলা চালায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ছালামকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply