শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৯:৪৩ অপরাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি॥ বরিশালের বাবুগঞ্জে ডাকাত সন্দেহে ৫ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। জানাযায়,রবিবার রাত ১১:৩০টায় মধ্য রাকুদিয়া সুগন্ধা নদীর তীরে যন্ত্র চালিত একটি ট্রলার থামিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সন্দেহ হলে স্থানীয়রা তাদের তারা করে। এসময় ৫ জনকে দেশীয় অস্ত্রসহ আটক করে পুলিশে খবর দিলে বাবুগঞ্জ থানার দায়িত্বরত অফিসার ব্যনার্জি জয় ডাকাতদের ব্যবহৃত ট্রলার,দেশীয় অস্ত্র ও আলামতসহ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এঘটনায় বাবুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ০৪। আটককৃতরা হল বরিশাল কোতায়ালী এলাকার চানু হাওলাদারের পুত্র মোঃ হিরন(২৪),মেহেন্দীগঞ্জ থানার বাবনেরচর এলাকার মজিবুর রহমানের ছেলে কাওসার(২৫),দুলাল এর ছেলে মিজান(২২),দুলাল দেওয়ানের পুত্র রাসেল(২৩)হারুন দেওয়ানের পুত্র করিম দেওয়ান(২৪)।
উল্লেখ্য গত এক বছরে বাবুগঞ্জের নদী এলাকা থেকে প্রায় ১ কোটি টাকা মূল্যের গরু চুরি হয়েছে।বাবুগঞ্জ থানার ওসি দিবাকর চন্দ্র রায় বলেন,গরু চুরির সাথে তারা জরিত কিনা তা খতিয়ে দেখা হবে।
Leave a Reply