মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০২:৪৩ অপরাহ্ন
সুমন তালুকদার,স্টাফ রিপোর্টার।। মোবাইল ফোনে পরিচয়ের সূত্রধরে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। অতঃপর পরকীয়া প্রেমিকের হাত ধরে পালিয়ে যায় প্রবাসীর স্ত্রী একসন্তানের জননী রেশমা আক্তার (২০)।
ঘটনার মাত্র একদিন পর সোমবার দিবাগত রাতে শতাধিক গ্রামবাসীর উপস্থিতিতে প্রবাসী স্বামীকে তালাক দিয়ে সন্তানসহ পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন রেশমা। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার ভীমেরপাড় গ্রামের। স্থানীয় ও প্রবাসীর পরিবারের সদস্যরা জানান, গত চার বছরপূর্বে ভীমেরপাড় গ্রামের মুজাম্মেল সরদারের পুত্র রেজাউল সরদার সামাজিকভাবে পার্শ্ববর্তী কালকিনি উপজেলার এনায়েতনগর এলাকার আব্দুল লতিফ সরদারের কন্যা রেশমা আক্তারকে বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবনে আড়াই বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
বিয়ের পর পরিবারের অর্থের চাকা ঘুরাতে প্রবাস জীবনে পারি জমায় রেজাউল। গত এক বছরপূর্বে প্রবাসীর স্ত্রী রেশমার সাথে পাশ্ববর্তী জয়শুরকাঠী গ্রামের মন্টু সরদারের পুত্র জুয়েল সরদারের (২৪) মোবাইল ফোনে পরিচয়ের সুত্রধরে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারই ধারাহিকতায় গত ২৩ মে প্রবাসীর স্ত্রী রেশমা তার পরকীয়া প্রেমিক জুয়েলের হাত ধরে অজানার উদ্দেশ্যে পারি জমায়।
সূত্রে আরও জানা গেছে, মাত্র একদিনের ব্যবধানে ২৪ মে বিকেলে পরকীয়া প্রেমিকা রেশমাকে নিয়ে নিজবাড়িতে আসে জুয়েল। এসময় জুয়েলের পরিবারের সদস্যরা রেশমাকে মেনে নিতে অপরাগতা প্রকাশ করেন। পরবর্তীতে ওইদিন সন্ধ্যায় প্রবাসী রেজাউলের পরিবারের সদস্য, পরকীয়া প্রেমিক-প্রেমিকা ও তাদের স্বজনসহ উভয় এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে প্রবাসী স্বামী রেজাউলকে তালাক দিয়ে কন্যা সন্তানসহ পরকীয়া প্রেমিক জুয়েল সরদারের হাতধরে তার বাড়িতে যায় গৃহবধু রেশমা
Leave a Reply