মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০১:৩৮ অপরাহ্ন
সুমন তালুকদার,স্টাফ রিপোর্টার।। সমাজের অবহেলিত দুঃস্থ, অসহায়, ইয়াতিম এবং মজলুম মানুষের প্রতি বিত্তবানদের রয়েছে অনেক দায়িত্ব ও কর্তব্য। আল্লাহ তাআলা কুরআনুল কারিমের অনেক জায়গায় সমাজের সব অসহায় দুঃস্থ, ইয়াতিম ও মজুলম মানুষের প্রতি সদয় হওয়ার তথা যথাযথ দায়িত্ব কর্তব্য পালন এবং ইয়াতিমদের হক আদায় করার জন্য নির্দেশ প্রদান করেছেন।
আমাদের টরকী ফেসবুক গ্রুপ সর্বদা ইয়াতিমদের জনজীবনে উন্নয়নের চেষ্টা করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আসছে ৭ই মে, রোজ শুক্রবার গৌরনদী উপজেলার টরকী বন্দর “ঘুল্লিরপাড় ইয়াতিমখানার” পুনঃ নির্মাণ কাজের শুভ সূচনা করতে যাচ্ছে।
গ্রুপের পরিচালক, এডমিন, তাদের এই সামাজিক কাজে সকলের দোয়া ও সহোযোগিতা চেয়ে বলেন, সমাজের গরীব, দুঃখী, অসহায়, মানুষের জন্য তাদের এই উন্নয়নমুলক কাজ অব্যাহত থাকবে। এবং যুবসমাজকে তারা মাদক থেকে দূরে থাকতে বিশেষ ভাবে অনুরোধ করেছে।
Leave a Reply