রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৯:০০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীর নবগ্রাম রুইয়ারপোল রোডস্থ একটি মুদির দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াভয় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। গতকাল রাত সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন নেয়। তবে স্থানীয়দের দাবী সঠিক সময়ে ফায়ার সার্ভিস আসলে ক্ষয়ক্ষতি কম হতো।ঘটনাস্থল পরিদর্শন করেন বরিশাল -৫ আসন থেকে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী আরেফিন মোল্লা।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রথমে বৈদ্যুতিক শট শার্কিটের মাধ্যমে আগুন লাগে। এরপরে ভিতরের গ্যাসের সিলিন্ডারের মাধ্যমে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে মুদি দোকানের আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, মুদি দোকানে বিক্রিত ৬টি সিলিন্ডারের মধ্যে একটি বিস্ফোরিত হয়ে অগ্নিকান্ডারে
ঘটনা ঘটে। অগ্নিকান্ডারে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বরিশাল -৫ আসন থেকে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী আরেফিন মোল্লা। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সাথে তিনি এ সময় কথা বলেন। এছাড়া ক্ষতিগ্রস্থ মিজান স্টোরের মালিক হারুন কাজীকে নগদ ১ লক্ষ টাকা অনুদান করেন তিনি।
Leave a Reply