শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৬:১৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার || বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচারণায় নেমেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। তবে বিএনপির প্রচারণায় এখন পর্যন্ত কোনো কেন্দ্রীয় নেতাকে অংশ নিতে দেখা যায়নি।
শিগগিরই প্রচারণায় অংশ নিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ কেন্দ্রীয় একাধিক নেতা বরিশালে আসছেন বলে জানিয়েছে দলটির দায়িত্বশীল একটি সূত্র। তবে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সাদিক আবদুল্লাহর পক্ষে নৌকা প্রতীকে গণসংযোগ চালাচ্ছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ ও যুবলীগের একাধিক নেতা।
বুধবার বেলা ১১টার দিকে নগরীর আমতলা মোড় এলাকায় নৌকার পক্ষে গণসংযোগ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন। এ সময় তার সঙ্গে ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দারসহ স্থানীয় নেতাকর্মীরা।
বেলা সাড়ে ১১টার দিকে নগরীর সদর রোড, মল্লিক রোডের সিস্টার ডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গণসংযোগসহ মতবিনিময় করেন যুবলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক মিজানুর রহমান মিজান। তিনি নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে সবার সহযোগিতা চান।
এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য গোলাম রব্বানী চিনু বরিশালে অবস্থান করে নৌকা প্রার্থীর পক্ষে গণসংযোগ করছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
একইসঙ্গে ভোটারদের কাছে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সাদিক আবদুল্লাহকে বিজয়ী করতে অনুরোধ জানানো হচ্ছে।
এদিকে, প্রচারণায় পিছিয়ে নেই বিএনপির মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ার। বিএনপি ও তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একজোট হয়ে প্রচারণায় নেমেছেন। তবে এতে বিএনপির কোনো কেন্দ্রীয় নেতা ছিলেন না।
বুধবার বেলা পৌনে ১১টার দিকে নগরীর জেলখানা মোড়, কাটপট্টি, সদর রোড, লঞ্চঘাট এলাকায় গণসংযোগসহ লিফলেট বিতরণ করেন বিএনপির মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ার। এ সময় উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে ধানের শীর্ষের পক্ষে ভোট চান তিনি।
দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন বলেন, বিএনপি ও তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একজোট হয়ে প্রচারণায় নেমেছেন। ভেদাভেদ ভুলে দলের নেতার্কমীরা প্রচারণায় নেমেছেন। এছাড়া শিগগিরই প্রচারণায় অংশ নিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ কেন্দ্রীয় একাধিক নেতা বরিশালে আসছেন।
Leave a Reply