শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৫ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক:পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন পাঁচ ধাপে করছে নির্বাচন কমিশন। প্রথম ধাপে ১০ মার্চ (রোববার) ৮৩ উপজেলা ভোটগ্রহণ হবে। এ উপলক্ষে শুক্রবার (৮ মার্চ) দিবাগত মধ্যরাত ১২টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে ইসি।
এছাড়া সব ধরনের প্রচারকাজও বন্ধের নির্দেশ দিয়েছে সংস্থাটি।
ইসির নির্বাচন পরিচালনা শাখার যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান জানিয়েছেন, মোটরসাইকেল বন্ধ থাকবে ১১ মার্চ রাত ১২টা পর্যন্ত। আর সব ধরনের যান বন্ধ করতে হবে শুক্রবার রাত ১২টা থেকেই।
এছাড়াও ৯ মার্চ (শনিবার) রাত ১২টা থেকে ১০ মার্চ (রোববার) রাত ১২টা পর্যন্ত একদিনের জন্য ভোটের এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। জরুরি যান চলাচল করবে কেবল অনুমতি সাপেক্ষে। তবে সাংবাদিক, পর্যবেক্ষক, প্রার্থী, প্রার্থীদের এজেন্ট, নির্বাচন কর্মকর্তার গাড়ি নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
নির্বাচন উপলক্ষে ভোটার এলাকায় সাধারণ ছুটি থাকবে।
Leave a Reply