শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৯:২১ অপরাহ্ন
অনলাইন ডেস্ক:মিয়ানমারের চিন প্রদেশে বৌদ্ধ বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষে দেশটির সেনাবাহিনীর ১৫ সদস্য নিহত হয়েছে। নিহতদের মধ্যে মিয়ানমার সেনাবাহিনীর একজন ক্যাপ্টেনও রয়েছেন। এছাড়াও রাখাইন প্রদেশে জঙ্গি হামলায় দেশটির পুলিশের অন্তত ৯ সদস্য নিহত হয়েছে।শুক্রবার (৮ মার্চ) বিকেলে আরাকান আর্মির ওয়েবসাইটে একটি বিবৃতিতে এ তথ্য জানা যায়। তবে ৯ পুলিশকে হত্যার দায় তারা স্বীকার করেননি।
আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষে নিহত ওই ক্যাপ্টেনের নাম অং চ্যান মোয়ে। তিনি রাখাইনের দক্ষিণাঞ্চলের কিয়াওকফিয়ু শহরে দেশটির সেনাবাহিনীর লাইট পদাতিক ব্যাটালিয়ন ৫৪২ এ কর্মরত ছিলেন।
এতে মিয়ানমার সেনাবাহিনীর নিহত সদস্যদের নাম ও আইডি কার্ডের ছবি প্রকাশ করা হয়। আরাকান আর্মি বলছে, মিয়ানমার সেনাবাহিনীর অন্তত ১৫ সদস্য নিহত হয়েছে।
দেশটির এই বিদ্রোহী গোষ্ঠীর দাবি, কাঠের তৈরি নৌকায় চড়ে কয়েক ডজন সেনাসদস্য মারাওক শহরে যাওয়ার সময় অতর্কিত আক্রমণ চালানো হয়। এ সময় নৌকা ডুবে ৩০ সেনাসদস্য নিহত হয়েছে। তবে আরাকান আর্মির এই দাবির সত্যতা নিশ্চিত হতে পারেনি দেশটির দৈনিক দ্য ইরাবতি।
এছাড়া, মিয়ানমারের পশ্চিমাঞ্চলের রাখাইন প্রদেশে জঙ্গি হামলায় দেশটির পুলিশের অন্তত ৯ সদস্য নিহত হয়েছে। জাতিগত ও ধর্মীয় উত্তেজনা, সহিংসতায় বিধ্বস্ত রাখাইনে শনিবার মধ্যরাতে এই হামলার ঘটনা ঘটেছে।
বর্তমানে রাখাইনে মিয়ানমারের সশস্ত্র বাহিনী জাতিগত রাখাইন বৌদ্ধদের বিরুদ্ধে লড়াই করছে। রাখাইন থেকে রোহিঙ্গা বিতাড়নে মিয়ানমার সেনাবাহিনীকে সহায়তা করেছিল এই বৌদ্ধরাই।
নাম প্রকাশ না করার শর্তে দেশটির পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তা এএফপিকে বলেন, হামলায় ৯ পুলিশ সদস্য নিহত, একজন আহত ও আরো একজন নিখোঁজ রয়েছেন। পুলিশের ফাঁস হওয়া এক প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ স্টেশন থেকে অস্ত্র ছিনিয়ে নেয়ার পর ওই হামলা হয়।
Leave a Reply