শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি ॥ উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম, দাবি একটাই বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগ কমিটি চাই। হটাৎ করেই আবার গত এক সপ্তাহ ধরে বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের তরুণ উদিয়মান নেতাকর্মীরা উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির দাবিতে সরগম করে তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ছাত্রলীগের উদীয়মান নেতারা নিজেদের ফেসবুক ওয়ালে কমিটির দাবিতে বিভিন্নর স্টাটার্স দিচ্ছে।
দৃষ্টি আকর্ষন করছেন সিনিয়র নেতাদের। জানাগেছে,সর্বশেষ ২০০৩ সালে মৃধা মুঃ আক্তার-উজ-জামান মিলন সভাপতি ও মুনির হোসেন রুমনকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়।
এ কমিটির মেয়াদ ২ বছর হলেও এরপর আর কোন কমিটি গঠন করা সম্ভব হয়নি। একাধিকবার কমিটি গঠনের উদ্যোগ নিলেও দলের সিনিয়র নেতাদের কারণে কমিটি গঠন করা হয়নি বলে জানাগেছে। উপজেলা ছাত্রলীগের পদ প্রত্যাশীরা আগামী একাদশ সংসদ নির্বাচন ও দলকে সুসংগঠিত করতে অচিরেই যোগ্য নেতাকর্মী নিয়ে বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের একটি পূর্ণাঙ্গ কমিটি দেয়ার দাবি জানান।
কিন্তু দীর্ঘ ১৫ বছর পরে ওই কমিটির নেতৃবৃন্দরা এখন রাজনীতির ভিতরে-বাইরে বিভিন্নভাবে অবস্থান করলেও উদ্যোগ নেই নতুন নেতৃত্ব গঠনের। দীর্ঘ বছরে ভন্ডুল হয়েছে বহু সম্ভাব্য নেতাকর্মীদের পদ পাওয়ার আশা। নিরাশ হয়ে অনেকেই ঝড়ে পড়েছেন রাজনীতির ময়দান থেকে। অনেকে আছেন নামে মাত্র।
তাই দলের স্বার্থে জরুরী হয়ে পড়েছে বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনের এমনই আশা করছেন তারা। আসন্ন একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে কমিটি নিয়ে স্থানীয় ছাত্রলীগের বিভিন্ন স্থরের নেতা-কর্মীদের সাথে আলোচনায় তাদের এমন প্রত্যাশার কথাই উঠে এসেছে। তারা জানিয়েছেন, দলীয় কর্মকান্ড আরো বেগবান করতে এখনই কমিটি গঠন না করলে তা ভবিষ্যতের জন্য অমঙ্গল জনক হবে। স্থানীয় ছাত্রলীগের সূত্রগুলো জানায়, বর্তমানে পূর্ণাঙ্গ ছাত্রলীগ কমিটির কেউই আর ছাত্রলীগের রাজনীতি করার বয়সে নেই। কেউ কেউ রাজনীতি ছেড়ে জড়িয়েছেন ব্যবসা ও সংসার জীবনে। কেউবা চলে গেছেন মূল দলে। তাই বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন এখন উদিয়মান তরুনদের কাছে সময়ের দাবি হয়ে দাড়িয়েছে।
এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া’র সাথে আলাপ করলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আঃ রাজ্জাক বলেন, নির্বাচনী বছর,যে কারণে নির্বাচন নিয়ে সকল নেতাকর্মীরা ব্যস্ত থাকায় বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি দেওয়া হয়নি,অচিরেই দক্ষিণাঞ্চলের অভিভাবক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ্’র পরামর্শে বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি দেওয়া হবে।
বরিশাল জেলা ছাত্রলীগের সভাপতি সুমন সেরনিয়াবাত বলেন, আমরা ইতিমধ্যেই বরিশাল জেলার প্রায় সকল উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করেছি। বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে ডাকা বিএনপি, জামায়াতের সহিংসতা প্রতিহত করতে ও বরিশাল সিটি নির্বাচেন’র কারণে বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি দেওয়া হয়নি। অচিরেই বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের একটি গ্রহনযোগ্য কমিটি দেওয়া হবে।
Leave a Reply