রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:১৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: গুনি শিল্পিদের সম্মাননা প্রদান করেছে জেলা শিল্পকলা একাডেমি। আজ রবিবার (৫ মে) বিকালে অশ্বিনী কুমার টাউন হলে গুনিজনদের মাঝে এ সম্মাননা প্রদান করা হয়।বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ২০১৬ সালে সম্মানিত হওয়া গুণীজন শিল্পিরা হচ্ছে সুদির ঠাকুর (যাত্রা শিল্প), আঃ রসিদ খান (লাক সংস্কৃতিক), মিজান খসরু,(নাট্যকলা), দিলীপ নট্র,(যন্ত্রসঙ্গীত), সন্তোষ কুমার কর্মকার,(কন্ঠসঙ্গীত)।
২০১৭ সালে সম্মাননারা হচ্ছেন লুৎফ- এ-আলম,(নৃত্যকলা), মিঞা আঃ মান্নান, (নাট্যকলা), আলোয়া বেগম আলো, যাত্রাশিল্প),ললিত কুমার দাশ,(যন্ত্রসঙ্গীত), বিশ্বনাথ দাস মুন্সি,(কন্ঠসঙ্গীত)।
২০১৮ সালে সম্মানিতরা হচ্ছেন, মুকুল কুমার দাস,(কন্ঠসঙ্গীত), এম এ হাদী,(যাত্রাশিল্প), মোঃ শাহনেওয়াজ নাট্যকলা), জগন্নাথ দে,( চারুকলা) ও অরবিন্দ কুমার নাগ,(যন্ত্রসঙ্গীত)।অনুষ্ঠানে গুণীজন সম্মাননা শিল্পিদের হাতে মেডেল,সনদ ও অর্থের চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) রাম চন্দ্র দাস।এসময় অনুষ্ঠানের মঞ্চে আরো উপস্থিত ছিলেন বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সভাপতি কাজল ঘোষ,সাবেক সভাপতি এ্যাড. এস এম একবাল, নাট্যজন সৈয়দ দুলাল ও জেলা কালচারাল অফিসার মোঃ হাসানুর রশীদ সহ জেলা সাংস্কৃতিক ব্যক্তি বর্গ।
এর পূর্বে বয়সেরভারে নূড হয়ে পড়া সম্মাননা শিল্পিরা তাদের নিজ নিজ ভাবে অনুভূতি প্রকাশ করেন।উল্লেখ্য ২০১৩ সাল থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে জেলা প্রর্যায়ে ৫ জন করে গুনী বরেণ্য শিল্পিদের সম্মাননা প্রদান করে আসছে।এরই ধারাবাহিকতায় বরিশাল শিল্পকলা একাডেমি ৩ বছরের ১৫ জন শিল্পিদের সম্মাননা দেয়া হয়েছে।পরে আয়োজন করা সাংস্কৃতিক অনুষ্ঠান।
Leave a Reply