রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:২৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: বরিশালে নিম্নমানের ও মেয়াদ উত্তীর্ণ খেজুর, কোমল পানীয় এবং লবণ রাখার কারণে তিন ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।তবে বরিশালে বাজার দর বাড়ছে হুহু করে। সরেজমিন ঘুরে দেখা গেছে, রসুন, আদা, ডাল, আলু, মাছ, গরুর মাংস এবং শসা, টমেটো, রেখাসহ বেশ কিছু সবজির দাম বৃদ্ধি পেয়েছে।
জেলা প্রশাসন অফিস থেকে জানা গেছে, বুধবার (৮ মে) সকাল সাড়ে ১০টায় নগরীর বটতলা বাজারে অভিযান চালায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী। এসময় আলম স্টোর্সের গোডাউন তল্লাশি করে নিম্নমানের খেজুর ও কোমল পানীয় পাওয়ায় ২৫ হাজার টাকা, আমিন ব্রাদার্সে তল্লাশি চালিয়ে মেয়াদোত্তীর্ণ খেজুর ও সস পাওয়ায় ১০ হাজার টাকা এবং আলামিন স্টোরে মেয়াদোত্তীর্ণ লবণ পাওয়ায় ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
বরিশালের বাজার ঘুরে দেখা গেছে, গত এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন মাছের দাম ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত বেড়েছে। গরুর মাংসে কেজিতে বেড়েছে ২০ টাকা,
রসুন আগে ছিল ১১০ টাকা এখন ১৪০ টাকা, আদা আগে ছিল ১২০ টাকা এখন ১৬০ টাকা, ডাল আগে ছিল ৯০ টাকা এখন ৯৫ টাকা, আলু আগে ছিল ১৬ টাকা এখন ১৮ টাকা, বেগুন আগে ছিল ৩০ টাকা এখন ৬০ টাকা, টমেটো আগে ছিল ৩০ টাকা এখন ৪০ টাকা, রেখা আগে ছিল ৩৫ টাকা এখন ৪০ টাকা, করলা আগে ছিল ৪০ টাকা এখন ৫০ টাকা।এদিকে চিংড়ি ও ইলিশ মাছের দাম কেজিতে বেড়েছে ২০০ টাকা। অন্যান্য মাছের দাম কেজিতে ৫০ থেকে ১০০ টাকা বেড়েছে।
Leave a Reply