শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১০:৪৫ অপরাহ্ন
হিজলা প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের হিজলা উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৮ নভেম্বর)বিকেল সাড়ে ৪ টার সময় কাউরিয়া স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু।
উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শফিউল আলম প্রিন্সের সঞ্চালনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন, মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব কামাল উদ্দিন খান,সাধারণ সম্পাদক সাহাব আহম্মেদ, হিজলা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম মিলন, ইসমাইল হোসেন মাস্টার পন্ডিত শাহাবুদ্দিন আহমেদ, আমির হোসেন নান্নু, আলহাজ্ব আব্দুল লতিফ খান, কাজী শাহনেওয়াজ জাহাঙ্গীর, আবুল খায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ দিপু, সাংগঠনিক সম্পাদক সার্জেন অবঃ হাফিজ মাহমুদ, কাজী কামরুজ্জামান সাইলু,উপজেলা আইন বিষয়ক সম্পাদক এডঃ কাজী জাকির হোসেন, উপজেলা কৃষক লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন মিন্টু, সাধারণ সম্পাদক মনজুর মোর্শেদ টিটো, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান সরদার, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম তানভীর,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল ইসলাম রায়হান, নিজাম উদ্দিন রকি, বড়জালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহসান হাবিব হিরন হাওলাদার, মেমানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের মৃধা, হরিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন খান, হিজলা গৌরবব্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান সরদার, গুয়াবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইউনুস সিকদার, উপজেলা আওয়ামী লীগের ত্রান বিষয়ক সম্পাদক ও ধুলখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জামাল উদ্দিন ঢালী,উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী সেলিনা ইসলাম তুহিন,মোসাঃ অফেনুর বেগম প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন, প্রবীণ রাজনৈতিক নেতা মাষ্টার মোঃ নেওয়ামত উল্লা,মোঃ মোসলেম উদ্দিন হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ রাসেল মীয়া, যুবলীগ নেতা সরদার মোঃ হারুনসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।সভায় বক্তারা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের তৃনমূল পর্যায়ে জোরালোভাবে কাজ করার আহবান করেন।
সকলকে গণতন্ত্র রক্ষা ও আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধভাবে নৌকা মার্কায় ভোট দেওয়ার অনুরোধ করেন।
Leave a Reply