শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ন
থানা প্রতিনিধি: বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর বাজার রক্ষা বাঁধ পরিদর্শন করেন, বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ । ঘুর্ণিঝড়ের সময় পানির চাপে বাঁধটির অনেকটা অংশ ক্ষতিগ্রস্থ হয়। তাই ৭ মে মঙ্গলবার দুপুরে বাঁধটি পরিদর্শন এবং সংস্কার কাজের জন্য ক্ষতিগ্রস্থ অংশে জিও ব্যাগ ফেলে সংস্কার কাজের উদ্বোধন করেন তিনি। বাঁধটির ৫০ ফুট এলাকায় সংস্কারের জন্য ৪০০০ জিও ব্যাগ ফালানো হবে।
এরপর তিনি হরিনাথপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৪ তলা নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এরপর তিনি বিদ্যালয়ের মাঠে একটি পথ সভা করেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আলতাব হোসেন সহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সবশেষে তিনি হিজলা উপজেলা আওয়ামীলীগ এর আয়োজনে সংহতি স্কুল মাঠে ইফতার অনুষ্ঠানে যোগদেন।
Leave a Reply