শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৩৫ অপরাহ্ন
হিজলা প্রতিনিধি॥ করোনার কারনে গৃহবন্দি নিম্ন আয়ের মানুষের মাঝে দ্বিতীয় দিনের মতো ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন, বরিশালের হিজলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলাম।
২৯ মার্চ রবিবার বিকেলে তিনি ত্রাণ সামগ্রী নিয়ে বের হয়ে চলতি পথে গাড়ি থামিয়ে হত দরিদ্র পরিবারের সদস্যদের খুঁজে নিজ হাতে তাদের ত্রাণ সামগ্রী তুলে দেন। সন্ধ্যার পূর্বে পর্যন্ত বিভিন্ন স্থান ঘুরে ৪০ টি অসহায় পরিবারের সদস্যদের মাঝে এই ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছেন । এই ত্রাণ সামগ্রীতে প্রতি পরিবারের জন্য ১০ কেজি চাল, ৫ কেজি আলু এবং ২ কেজি মসুর ডাল রয়েছে।
নির্বাহী অফিসার জানান, যারা আজ পায়নি তাদের মন খারাপ করার কারণ নেই। তার এই ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে। আজকের এই ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন হিজলা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী, বড়জালিয়া ইউপি চেয়ারম্যান পন্ডিত শাহবুদ্দিন আহমেদ।
এছাড়াও সব সময় উপস্থিত থেকে ত্রাণ বিতরণে সহায়তা করছেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবিদ হাসান এবং স্যানিটারী ইন্সপেক্টর মোঃ শহিদুল ইসলাম।
Leave a Reply