হিজলায় নতুন বছরে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
বিএনপি ও জামায়াত মিলেমিশে দেশের স্বার্থে কাজ করবে: ডা. শফিকুর ডিসেম্বর ২০২৫-এ রেমিট্যান্স ভেঙেছে সব রেকর্ড কূটনৈতিক প্রক্রিয়া ছাড়াই অবৈধ অভিবাসী বিতাড়নের ঘোষণা আসামে খালেদা-পরবর্তী বিএনপি: নেতৃত্ব, নির্বাচন ও তারেক রহমানের কঠিন পরীক্ষা জানাজায় গিয়ে মৃত্যুবরণ, নিরব হোসেনের পরিবারের পাশে বিএনপি পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত হিজলায় নতুন বছরে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ বরিশালে নতুন বছরের বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা মনোনয়নপত্রে প্রকাশ তারেক রহমানের সম্পদের চিত্র স্বাগত ২০২৬: নির্বাচন, অর্থনীতি ও সামাজিক প্রত্যাশার সন্ধিক্ষণে বাংলাদেশ




হিজলায় নতুন বছরে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ

হিজলায় নতুন বছরে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ




হিজলা প্রতিনিধি ॥ ব‌ই বিতরণ উৎসবের আমেজ পরিহার করে কেবল শিক্ষা কার্যক্রম সচল রাখার স্বার্থে বরিশালের হিজলা উপজেলায় শিক্ষার্থীদের মাঝে সুশৃঙ্খলভাবে বই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশে তিন দিনের শোক পালন চলছে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে আজ জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মাধ্যমে সাবেক এই প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে।

বছরের শুরুতে সাধারণত উৎসবমুখর পরিবেশে বই বিতরণ করা হলেও, এবারের চিত্রটি ছিল ভিন্ন। শোকের গাম্ভীর্য বজায় রেখে কোনো প্রকার আড়ম্বর বা উদযাপন ছাড়াই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। ব‌ই বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইলিয়াস সিকদার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার একেএম নুরুল আলম মৃধা।

নতুন বছরের প্রথম দিনেই হিজলা উপজেলার স্কুলগুলোতে বই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। বছরের প্রথম সকালে নতুন বইয়ের ঘ্রাণে মেতে উঠেছে কোমলমতি শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় টি,টি এন্ড ডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এবং বিসিডি মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে ব‌ই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ব‌ই বিতরণ শেষে উপজেলা শিক্ষা অফিসার একেএম নুরুল আলম মৃধা বলেন, আমরা এবার বিশেষ গুরুত্ব দিয়েছি যাতে দুর্গম এলাকার স্কুলগুলো পিছিয়ে না পড়ে। উপজেলার ৮৯টি বিদ্যালয়ের ভৌগোলিক অবস্থান বিবেচনা করে আমরা পৃথক পৃথক সময়সূচী নির্ধারণ করেছিলাম। এ উপজেলায় ১২ হাজার শিক্ষার্থীর মাঝে শতভাগ ব‌ই বিতরণ নিশ্চিত করা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন জানান, মাধ্যমিক, দাখিল এবং ইবতেদায়ি-এই তিন স্তরের সকল শিক্ষার্থীর হাতে সময়মতো বই পৌঁছে দেওয়া আমাদের লক্ষ্য। ইতিমধ্যে ১৫,৮১৮ জন শিক্ষার্থীর বিপরীতে মোট ১,০১,০৭৫টি বই বিতরণ সম্পন্ন করা হয়েছে। শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং বছরের শুরুতেই শিক্ষার্থীদের পাঠদান নিশ্চিত করতে এই বিতরণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইলিয়াস সিকদার বলেন, নতুন বছরের প্রথম দিনে নতুন বই পাওয়া শিক্ষার্থীদের জন্য এক বিশাল আনন্দের বিষয়। শিক্ষা হচ্ছে একটি জাতির মেরুদণ্ড, আর শিক্ষার্থীদের হাতে থাকা এই বইগুলোই হলো সেই মেরুদণ্ড গড়ার মূল হাতিয়ার। সরকার বছরের প্রথম দিনেই সবার হাতে বই পৌঁছে দিচ্ছে যাতে শিক্ষার আলো থেকে কেউ বঞ্চিত না হয়।
তিনি আরও বলেন, আমি আশা করি শিক্ষার্থীরা এই নতুন বইয়ের সঠিক ব্যবহারের মাধ্যমে নিজেদের সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে এবং সুন্দর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে।

আমাদের লক্ষ্য হিজলা উপজেলাকে একটি শতভাগ শিক্ষিত ও আদর্শ জনপদ হিসেবে গড়ে তোলা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD