বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
হিজলা প্রতিনিধি ॥ বই বিতরণ উৎসবের আমেজ পরিহার করে কেবল শিক্ষা কার্যক্রম সচল রাখার স্বার্থে বরিশালের হিজলা উপজেলায় শিক্ষার্থীদের মাঝে সুশৃঙ্খলভাবে বই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশে তিন দিনের শোক পালন চলছে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে আজ জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মাধ্যমে সাবেক এই প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে।
বছরের শুরুতে সাধারণত উৎসবমুখর পরিবেশে বই বিতরণ করা হলেও, এবারের চিত্রটি ছিল ভিন্ন। শোকের গাম্ভীর্য বজায় রেখে কোনো প্রকার আড়ম্বর বা উদযাপন ছাড়াই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। বই বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইলিয়াস সিকদার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার একেএম নুরুল আলম মৃধা।
নতুন বছরের প্রথম দিনেই হিজলা উপজেলার স্কুলগুলোতে বই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। বছরের প্রথম সকালে নতুন বইয়ের ঘ্রাণে মেতে উঠেছে কোমলমতি শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় টি,টি এন্ড ডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এবং বিসিডি মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে বই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বই বিতরণ শেষে উপজেলা শিক্ষা অফিসার একেএম নুরুল আলম মৃধা বলেন, আমরা এবার বিশেষ গুরুত্ব দিয়েছি যাতে দুর্গম এলাকার স্কুলগুলো পিছিয়ে না পড়ে। উপজেলার ৮৯টি বিদ্যালয়ের ভৌগোলিক অবস্থান বিবেচনা করে আমরা পৃথক পৃথক সময়সূচী নির্ধারণ করেছিলাম। এ উপজেলায় ১২ হাজার শিক্ষার্থীর মাঝে শতভাগ বই বিতরণ নিশ্চিত করা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন জানান, মাধ্যমিক, দাখিল এবং ইবতেদায়ি-এই তিন স্তরের সকল শিক্ষার্থীর হাতে সময়মতো বই পৌঁছে দেওয়া আমাদের লক্ষ্য। ইতিমধ্যে ১৫,৮১৮ জন শিক্ষার্থীর বিপরীতে মোট ১,০১,০৭৫টি বই বিতরণ সম্পন্ন করা হয়েছে। শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং বছরের শুরুতেই শিক্ষার্থীদের পাঠদান নিশ্চিত করতে এই বিতরণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইলিয়াস সিকদার বলেন, নতুন বছরের প্রথম দিনে নতুন বই পাওয়া শিক্ষার্থীদের জন্য এক বিশাল আনন্দের বিষয়। শিক্ষা হচ্ছে একটি জাতির মেরুদণ্ড, আর শিক্ষার্থীদের হাতে থাকা এই বইগুলোই হলো সেই মেরুদণ্ড গড়ার মূল হাতিয়ার। সরকার বছরের প্রথম দিনেই সবার হাতে বই পৌঁছে দিচ্ছে যাতে শিক্ষার আলো থেকে কেউ বঞ্চিত না হয়।
তিনি আরও বলেন, আমি আশা করি শিক্ষার্থীরা এই নতুন বইয়ের সঠিক ব্যবহারের মাধ্যমে নিজেদের সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে এবং সুন্দর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে।
আমাদের লক্ষ্য হিজলা উপজেলাকে একটি শতভাগ শিক্ষিত ও আদর্শ জনপদ হিসেবে গড়ে তোলা।
Leave a Reply