রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১১:৩৬ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক।। নাটোরের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রতারণা করে তাইবা নামের দুই মাস বয়সী একটি শিশু কন্যা চুরির ঘটনা ঘটেছে। বুধবার সকালে হাসপাতাল থেকে এই শিশু চুরির ঘটনাটি ঘটে।
চুরি যাওয়া শিশু তাইবা উপজেলার মশিন্দা মাঝপাড়া গ্রামের তফিজ উদ্দিন ও সীমা খাতুন দম্পতির মেয়ে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোজাহিদুল ইসলাম পরিবর্তন ডটকমকে জানান, আজ সকালে উপজেলার মশিন্দা মাঝপাড়া গ্রামের তফিজ উদ্দিনের স্ত্রী সিমা খাতুন তার দুই মাসের মেয়ে তাইবাকে নিয়ে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার দেখানোর জন্য আসেন।
এ সময় বহির্বিভাগে লাইনে অনেক ভিড় থাকায় পাশে থাকা অজ্ঞাত এক নারী সীমা খাতুনকে বলেন, আপা আপনার বাচ্চা আমার কোলে দেন আর আপনি ডাক্তার দেখিয়ে আসেন। এ সময় সীমা তার শিশুকে ওই নারীর কাছে দিয়ে ডাক্তার দেখানোর জন্য যান। কিছু সময় পর সিমা খাতুন ডাক্তার না দেখিয়ে ফিরে এসে দেখেন শিশুসহ অজ্ঞাত ওই নারী সেখানে নেই।
পরে স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পাওয়া গেলে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশকে জানানো হয়। পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সের সিসিটিভি ক্যামেরা দেখে শিশু কন্যাকে উদ্ধারের জন্য অভিযান শুরু করেন।
এ ঘটনার পর থেকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীর স্বজনদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
Leave a Reply