রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:৪২ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার কটকস্থলে যাত্রীবাহী হানিফ পরিবহনের ধাক্কায় রাশিদা বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বুধবার বিকেল সাড়ে ৫টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশিদা বেগম উপজেলার কটকস্থল গ্রামের বাসিন্দা আব্দুস সালাম মাঝির স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে বরিশালগামী বাসটি দুর্ঘটনাকবলিত স্থান অতিক্রমকালে ওই বৃদ্ধাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে সড়কের ওপর পড়ে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক বৃদ্ধা রাশিদাকে মৃত ঘোষণা করেন।
গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন জানান, ঘটনার পরপরই বাসটি আটক করা হয়েছে। তবে পালিয়ে গেছে বাসচালক ও তার সহকারী। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
Leave a Reply