সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৩৯ পূর্বাহ্ন
কাউখালী প্রতিনিধি॥ কাউখালীতে আজ মঙ্গলবার (২০ এপ্রিল) লকডাউন এর সপ্তম দিনে নিয়মিত মোবাই কোর্ট এর ধারাবাহিকতায় আজও দেশব্যাপী লকডাউন চলাকালীন সরকারি নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলা রাখা, বাজারে অযথা ঘোরাফেরা এবং স্বাস্থ্যবিধি না মানায় অপরাধে দন্ডবিধি, ১৮৬০ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় ৬ টি মামলায় ১ হাজার ১শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলার দক্ষিণ বাজার, উত্তর বাজার আশ্রম গেট আমরাজুরী ফেরীঘাট সহ বিভিন্ন হাট-বাজারে বিশেষ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাম্মদ জান্নাত আরা তিথি তাকে সহযোগিতা করেন কাউখালী থানা পুলিশের সাব ইন্সপেক্টর মোঃ আরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা।
এ সময়ে করোনার বিভিন্ন দিক জনগণের সামনে উপস্থাপন করেন এবং সকলকে নিরাপদে ঘরে থাকার পরামর্শ দেন তিনি। আজ সন্ধ্যার আগেই অধিকাংশ দোকানপাট ভ্রাম্যমান আদালত পরিচালনার সাথে সাথে বন্ধ করে দেওয়া হয়।
Leave a Reply