মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৬ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক ॥ সামাজিক যোগাযোগমাধ্যমে স্বস্তিকা মুখোপাধ্যায় প্রায়ই ট্রলের শিকার হন। এবারও একজন ব্যবহারকারী বয়স নিয়ে কটাক্ষ করে মন্তব্য করেন, “অনেক বয়স হয়ে গেছে, ভগবানের সংকীর্তন করো। ভগবান সবই দেখছেন, ভালো কাজ করে শান্তি পাবে।”
এই মন্তব্যে অভিনেত্রী রসিক ভঙ্গিতে জবাব দিয়ে লেখেন, “এই যে ধর্মেন্দ্র বাবু, আমাকে অলরেডি কেওড়াতলা পাঠিয়ে দিয়েছেন। মানে আমি অন দ্য ওয়ে। রাসবিহারীতে আটকে আছি। আর বেশি সময় নেই। ৪০ হয়ে গেছে মানেই তো নারীদের ডাক এসে গেছে ওপার থেকে!”
তিনি আরও লিখেছেন, “ওনার সঙ্গে ভগবানের সরাসরি যোগাযোগ আছে। ভগবানই উনাকে পাঠিয়েছেন। কাল যদি আমি পটকে যাই, এনাকে ধরবেন। ইনি আমার মৃত্যুর জন্য ভগবানের সঙ্গে ষড়যন্ত্র করেছেন।”
স্বস্তিকার এই মন্তব্য ঘিরে অনুরাগীরা দারুণ মজা পাচ্ছেন। অনেকেই লিখেছেন, “এমন এন্টারটেইনমেন্ট কেবল স্বস্তিকাই দিতে পারেন।” আরেকজন ভক্ত লিখেছেন, “আপনি সত্যিই ট্রলকারীদের ভয় পান না, বরং তাদের দিয়েই হাসির খোরাক বানান।”
Leave a Reply