রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৬:৪৫ অপরাহ্ন
সুমন খান, স্বরুপকাঠী প্রতিনিধি:পিরোজপুরে নেছারাবাদ( স্বরূপকাঠী) থানার সংগীতকাঠীতে সোহাগ বেপারী (৩৫) নামে এক ইয়াবা ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে নেছরাবাদ থানা পুলিশ। ২৪ সে ফেব্রুয়ারি রোজ রবিবার রাত দশটা বিশ মিনিটের সময় তাকে গ্রেফতার করা হয়েছে।
রাত দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সংগীতকাঠী মুন্সি কদম আলী ডাক্তার বাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর থেকে তাকে ১৬ পিচ সহ হাতে নাতে তাকে গ্রেপ্তার করা হয়।এ সময় সোহাগ বেপারীকে স্বাক্ষী রুহুল আমীন(৫৫),মাহমুদ হাওলাদার (৩২) মির সওকত (২৭) গনের সামনে তল্লাশি করা হয় সোহাগ নিজ হাতে পরিহিত লুঙ্গির কোচার ভিতর থেকে ১৬ পিচ ইয়াবা বের করে। সোহাগ বেপারী সংগীতকাঠী মোঃ আউয়াল বেপারীর ছেলে।
এ অভিযান পরিচালনা করেন নেছারাবাদ থানার এস আই –মজিবর হোসেন এবং তার সংগীয় অফিসার ছিলেন, এ এস আই- মোঃ তাজুল ইসলাম, এ এস আই আলাউদ্দিন এদের সহযোগিতা তাকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে নেছারাবাদ থানা অফিসার ইনচার্জ কে এম তারিকুল ইসলাম বলেন দীর্ঘ দিন ধরে মাদক ব্যাবসার সাথে জড়িত আছেন। আমারা তাকে ধরার জন্য আগে থেকেই তার উপর নজর রেখেছিলাম। তার নামে মাদক আইনে মামলা হয়েছে মামলা নং ১০১৯ তাকে সোমবার সকালে তাকে পিরোজপুর কোর্টে প্রেরণ কর হয়।
Leave a Reply