রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:২৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:
আদালত থেকে জামিন নিয়ে বাদীকে এভাবেই হুমকি দিল ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর ফিরোজ আহম্মেদ এর ভাই রাইভিউল কবির স্বপন। এঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে গতকাল কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন নগরীর ২৪ নং ওয়ার্ডের বাসিন্দা ইউসুফ দুলালী(বাদী)। যাহার নং- ৬৭২।
সাধারন ডায়েরী সূত্রে জানা যায়, বাদী ইউসুফ দুরানী চলতি বছরের ২৩ জুলাই স্বপন ও তার ছেলে শাওন সহ ১২ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করলে পরবর্তী তারিখে এজাহার ভূক্ত করার সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেন আদালত। গত ১১ সেপ্টেম্বর আদালত থেকে জামিন নেয় আসামীরা। ঐদিন বিকেলে স্বপনসহ অন্যান্যরা বাদীর বাড়ীর সামনে গিয়ে তাকে পুলিশ আমার পকেটে, মামলা টামলা দিয়া কিছুই করতে পারবি না। তোকে এলাকা ছাড়াসহ পৃথীবি থেকে চিরদিনের মত সরিয়ে দিব বলে বিভিন্ন অকথ্য ভাষায় হুমকি প্রদান করে। প্রসঙ্গত, গত ২০১৬ সালের ২৬ আগস্ট বাদী ভিটি বরাট করার জন্য জায়গা রাখে।
ওই জায়গা আসামীরা ড্রেজার দিয়ে বরাট করে মালিকের কাছ থেকে সব টাকা নিয়ে আসে। ওই টাকা থেকে বাদীকে কোন টাকা দেয়নি। ফলে বাদীর পাওনা টাকা চাইতে গেলে ওই সকাল ১১ টায় বাদীর বসত বাড়ির আসামীরা পরিকল্পিতভাবে বাদীর উপর হামলা চালায়। এ সময় লোহার রড দিয়ে পিটিয়ে হাত পা ভেঙ্গে দেয়। বাদীর ডাক-চিৎকারে সাক্ষীরা এগিয়ে এলে আসামীরা পালিয়ে যায়। স্থানীয়রা বাদীকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করে। শেবাচিম হাসপাতালের ডাক্তার বাদীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তির পরামর্শ দেয়। আর্থিক অসচ্ছলতার কারণে ঢাকায় না নিয়ে বরিশালের পলি ক্লিনিকে ভর্তি হয়।
Leave a Reply