মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৫:৫৯ অপরাহ্ন
অনলাইন ডেস্ক: কুমিল্লা সদর উপজেলার সাহেব নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দা থেকে অজ্ঞাত কিশোরের (১৭) মরদেহ উদ্ধার করেছে নাজিরা বাজার ফাঁড়ি পুলিশ।শনিবার (১৮ মে) সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নাজিরা বাজার ফাঁড়ি পুলিশের ইন্সপেক্টর মাহমুদ হাসান রুবেল জানান, ভোর থেকে অজ্ঞাত এক কিশোরের মরদেহ স্কুলের বারান্দায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা নাজিরা বাজার ফাঁড়ি পুলিশকে অবহিত করে।
পুলিশ জানায়, ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে।এ সময় মরদেহের সাথে একটি মুঠোফোন ফোন পাওয়া গেছে। তার ওই ফোনের মাধ্যমে খোঁজ নেওয়া হচ্ছে। কিভাবে তার মৃত্যু হয়েছে তা বলা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে কিশোরটি মাদকাসক্ত।
Leave a Reply