সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:৩৫ পূর্বাহ্ন
কলাপাড়া প্রতিনিধি॥ করোনা সংক্রমণের বিস্তার রোধে পর্যটন কেন্দ্র কুয়াকাটা ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় সৈকতে নেই কারো পদচারণা। বৈরি আবহাওয়ায় সমুদ্র উত্তাল থাকায় চারদিকে বাতাসের শব্দ আর মোহনীয় গর্জনের সঙ্গে তীরে আছড়ে পড়ছে ঢেউ। তবে হঠাৎ করেই পুরো সৈকত ঢাকা পড়েছে যেন লাল গালিচায়। সুন্দরবনের সুন্দরী ফলে ছেয়ে গেছে গোটা সৈকত। গত কয়েক দিন ধরে সাগরের ঢেউয়ের তোড়ে তীরে ভেসে এসেছে সুন্দর বনের অগনিত সুন্দরী গাছের ফল।
স্থানীয়রা জানান, বাতাসের চাপ ও স্রোতের টানে সুন্দরবন থেকে এ ফলগুলো ভেসে এসে দীর্ঘ ১৮ কিলোমিটার সৈকতে বিচ্ছিন্নভাবে পড়ে আছে। স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ এগুলো কুড়িয়ে নিয়ে যাচ্ছেন আপন মনে। তবে বন বিভাগকে এ বীচগুলো সংরক্ষণ করার দাবী জানিয়েছেন স্থানীয়রাসহ পর্যটনপ্রেমী মানুষ।
স্থানীয় বাসীন্দা ইলিয়াছ হাওলাদার জানান, বেশ কয়েক দিন ধরে এ ফলগুলো ভেসে এসে পুরো সৈকত ছেয়ে গেছে। জোয়ারের সময় পানিতে ভাসে। আর ভাটার সময় সৈকতে পড়ে থাকে লাল দৃশ্য।
কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার বলেন, পার্শ্ববর্তী সুন্দর বন থেকে প্রতি জোয়ারে এ ফলগুলো সৈকতে ভেসে আসছে। বর্তমানে প্রচুর পরিমাণ সুন্দরী ফল সৈকতে আছে। তবে ফলগুলো সংরক্ষণ করে চারা তৈরি করতে বন বিভাগের দৃষ্টিগোচরে নেয়ার কথা জানান তিনি।
পটুয়াখালী জেলা সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলাম বলেন, করোনা পরিস্থিতিতে এখনো আমাদের ফল সংরক্ষণের সিন্ধান্ত নেয়া হয়নি। তবে উর্ধ্বতন কর্তৃপক্ষের যদি নির্দেশনা পাই সে ক্ষেত্রে অবশ্যই ফলগুলো সংরক্ষণ করা হবে।
Leave a Reply