শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:৪২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:দুই বছর আগে কেনা। সাড়ে ৩ মাস আগে বরিশাল সদর হাসপাতালে ডিজটিাল এক্সরে মেশিন বসানোর পরেই অচল। মেশিনের দাম কয়েক কোটি টাকা হলেও নিদিষ্ঠ কোন দাম জানেনা বরিশাল সিভিল সার্জন। নগরীর কেন্দ্র স্থলের এই হাসপাতালে প্রতিদিন শতশত রোগী আসে ।
এদের অনেকেরই এক্সরের প্রয়োজন হয়। অনেকের অভিযোগ অভিযোগ হাসপাতালের একটি অসাধু চক্র মেশিন নষ্ঠ করে রেখে ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে নিদিষ্ট পরিমান লভ্যাংশ হাতিয়ে নেয় ।আর এতে ভোগান্তিতে পড়তে হয় সাধারন রোগীদের। তবে এসব অসাধু চক্রের সঙ্গে জড়িত রয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ার মো: জসিম উদ্দিন।
দেড় মাস অতিবাহিত হলেও ১টি পার্স কিনে আনার অযুহাতে কালক্ষেপন করেছে।বিষটি নিয়ে আরএমও ডা: দেলোয়ার হোসেনের সাথে আলাপকালে তিনি বলেন, মেশিনটি ২০১৬ সালে কেনার পর ২ বছর চালু করা হয়নি। দীর্ঘদিন পরে মেশিনটি লাগানোর কারনে কিছুটা জ্যাম হতে পারে ।
বরিশাল সিভিল সার্জন ডা: মো: মনোয়ার হোসেন বলেন ,মেশিন নষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়।কিন্তু প্রতিষ্ঠানটি পার্স রাগানোর কথা বলে টালবাহানা করছে । তবে ঠিকাদারী প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ার মো: জসিম উদ্দীনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,আগামী ১ সপ্তাহের মধ্যে পার্স লাগিয়ে দেয় হবে।
Leave a Reply