সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪৬ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ কাউন্সিলয়র প্রার্থী মোঃ জাহিদ হোসেন রুবেল বলেন আপনারা আমার জন্য ৭ তারিখ পর্যন্ত কাজ করেন, আমি দেড় বছর আপনাদের জন্য কাজ করব, আমি তৃণমূল থেকে রাজনীতি করে এই পর্যন্ত এসেছি। আমার রাজনীতির শুরু থেকে আমি নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে ছিলাম এখনো আছি, ভবিষ্যতেও থাকব।
কাউন্সিলয়র হিসেবে নয় আপনাদের সেবা বাড়ানো হবে আমার লক্ষ্য। কাউন্সিলয়র না থাকায় উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে সাধারণ জনগণ। তাই এবার সল্প সময়ে যতটুকু সম্ভব আপনাদের স্বার্থে কাজ করে যাবো। জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ডের কারণে এই ওয়ার্ডের মানুষ ঘুড়ি মার্কায় ভোট দিবে।
এছাড়াও তিনি আশা করেন, আগামী ৭ অক্টোবর সুষ্ঠু ভোটের মাধ্যমে ঘুড়িকে বিজয়ী করবে এই এলাকার জনগণ। বিজয়ী হতে পারলে ওয়ার্ডের উন্নয়নে জন্য কাজ করে যাব। ভোটে হেরে গেলে আপনারদের পাশে থেকে কাজ করে যাবো।
গতকাল শুক্রবার বিকেলে ( ১ অক্টেবর) ২৮ নং ওয়ার্ডের শেরে বাংলা সড়ক ( প্রথম মসজিদ ) বালুর মাঠে উঠান বৈঠকে এই সব কথা বলেন। স্থানীয় জয়নাল হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সেখানে উপস্তিত থাকা একাধীক ভোটাররা ও কাউন্সিলর প্রার্থী মোঃ জাহিদ হোসেন রুবেলসহ স্থানীয় নেতাকর্মীরা। এদিকে উক্ত উঠান বৈঠকে প্রায় দুই সহ¯্রাধিক লোকের উপস্থিতি ঘটে। শেষে ব্যাপক গণসংযোগ করেন কর্মী-সমর্থকরা।
Leave a Reply