বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১২:১২ অপরাহ্ন
স্টাফ রিপাের্টার:বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নৌকা প্রতীকের পক্ষে প্রচারনা করেছেন আওয়ামীলীগ নেতা বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আরিফিন মোল্লা। মঙ্গলবার (১৭জুলাই) নগরীর ২৮,২৯,৩০ সহ বেশ কয়েকটি ওয়ার্ডে তিনি তার সহধর্মিনী সহ স্বপরিবারে দিনভর প্রচারনা করেন।
এসময় আওয়ামীলীগ নেতা আরিফিন মোল্লা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং বর্তমান আওয়ামীলীগ সরকারের উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকার কোন বিকল্প নেই, আমাদের নৌকার উত্তরসূরী, যোগ্য প্রাথী আমরা পেয়েছি তার জন্য আমরা সবাই একত্রিত হয়ে নেমেছি যেন নৌকার বিজয় নিয়ে আমার আসেতে পারি, ইনশআল্লাহ সাদিক আব্দুল্লাহ নির্বাচিত হলে বরিশালের উন্নয়নের রূপকার হবেন তিনি।
তিনি আরও বলেন, বিগত বিএনপির মেয়রের আমলে আমরা বরিশালে উন্নয়নের ছোয়া আমরা পাইনি। ইনশআল্লাহ নৌকা জয়ী হলে বরিশালে ব্যপক উন্নয়ন হবে আর এজন্য আগামী ৩০ জুলাই নৌকা মার্কায় ভোট দিয়ে বরিশাল নগরীকে একটি উন্নত ও সমৃদ্ধিশালী সিটিতে রূপান্তরিত করুন।
প্রচারনা কালে আরিফিন মোল্লার সাথে সাথে স্থানীয় আ’লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply