শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:৪৬ অপরাহ্ন
অনলাইন ডেস্ক:ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে ৯টি বাম ছাত্র সংগঠনের জোট- প্রগতিশীল ছাত্র ঐক্য।
সোমবার (৪ মার্চ) প্রার্থীরা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সহ সভাপতি (ভিপি) প্রার্থী লিটন নন্দীর নেতৃত্বে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় প্রচার-প্রচারণায় অংশ নেন বামপন্থী এই জোটের প্রার্থীরা। এসময় প্রার্থী ও তাদের সমর্থকরা শিক্ষার্থীদের লিফলেট বিতরণ ও কুশল বিনিময় করেন।
বিশ্ববিদ্যালয় ঘুরে দেখা গেছে, ক্যাম্পাসের কলা ভবন, ব্যবসা অনুষদ, অপরাজেয় বাংলা, হাকিম চত্বর, মধুর ক্যান্টিন, লাইব্রেরিসহ বিভিন্ন এলাকায় সহ-সভাপতি (ভিপি) প্রার্থী লিটন নন্দীর নেতৃত্বে কলা প্রচারণা চালাচ্ছেন ছাত্র ইউনিয়নসহ বাম ছাত্র সংগঠনগুলোর প্রার্থীরা।
এ সময় প্রগতিশীল ছাত্র ঐক্য সমর্থিত লিটন-ফয়সাল সাদিক পরিষদের প্রার্থীদের ‘প্রভু নয়, বন্ধু ভাবার’ আহ্বান জানিয়ে ভোট প্রার্থনা করেন জোটের নেতা-কর্মীরা। ভোটারদের কাছে নিজেদের প্রতিশ্রুতিও তুলে ধরে এই পরিষদ।
লিটন নন্দী পূর্বপশ্চিমকে বলেন, আমরা আনুষ্ঠানিক প্রচার শুরু করেছি। শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করছি।
তিনি বলেন, প্রগতিশীল ছাত্র ঐক্যের ইশতেহারে বিশ্ববিদ্যালয়ে সকল মত এবং পথকে প্রাধান্য দিচ্ছি। বর্তমানে বিশ্ববদ্যালয় যে মুক্ত চিন্তা ধারণের জায়গা নয় এবং এখানে ভিন্ন মতকে দমন করা হয়- সেটি গেস্ট রুমের মাধ্যমে, গণরুমের মাধ্যমে এবং মিছিলে নিয়ে যাওয়ার মাধ্যমে করা হয়। এ বিষয়গুলোকে আমরা সামনে নিয়ে আসছি।
তিনি বলেন, যদি নির্বাচিত হই তাহলে বিশ্ববিদ্যালয়ে সকল মত এবং পথকে ধারণ করতে পারে- এমন একটি সহায়ক পথ তৈরির জন্য আমরা কাজ করবো।
Leave a Reply