বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৩:১২ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধি॥ করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউনে কাজ না থাকায় সরকারি খাদ্য সহায়তা পেলেন পিরোজপুরে ৩০ পরিবার। গত মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদ ভবনে অসহায় পরিবারগুলো ৩৩৩-এ কল দিয়ে একদিনে ৩০ পরিবার হাতে ১০ কেজি চাল, ডাল, তেল ও আলুসহ খাদ্য সামগ্রী তুলে দেন ইউএনও বশির আহমেদ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সদর উপজেলায় ১৩ লক্ষ টাকা খাদ্য সহায়তার জন্য বরাদ্দ দিয়েছেন। যা ৩৩৩ এর মাধ্যমে আমরা খাদ্য সহায়তা প্রদান করছি।
ঢাকায় যে মেসেজ পাওয়া যায় তা যাচাই বাছাইয়ের মাধ্যমে আমরা খাদ্য সহায়তা তুলে দেই। ৩৩৩ চালু হওয়ার পর থেকে আমরা ৫ শতাধিক লোককে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
বিতরণকালে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলামসহ সদর উপজেলার বিভিন্ন সরকারী কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। তিনি আরও বলেন, এই উপজেলায় যারা ৩৩৩-এ ফোন করে খাদ্য সহায়তা চাইবেন তাদের সবার বাড়ি গিয়ে যাচাই-বাছাই করে যারা খাদ্য সহায়তা পাওয়ার যোগ্য তাদেরকে দেয়া হবে।
Leave a Reply