সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৪:২০ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সময় টিভির বরিশাল ব্যুরো প্রধান অপূর্ব অপু’র ওপর হামলা এবং অপহরণ চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রেসক্লাব। একই সাথে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব (বিইউপিসি)।
রোববার (২৯ মে) বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব’র সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ মাহবুব হোসেন ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) কাজী হাফিজুর রহমান এক যৌথ বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বলেন, এই ধরনের ঘটনা সাংবাদিকতার ইতিহাসে একটি কালো অধ্যায় । আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এভাবে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের জন্য হামলা এবং অপহরণ স্বীকার হলে সাংবাদিকতার সুষ্ঠু পরিবেশ ব্যাহত হবে এবং অন্যান্য নবীনরা সাংবদিকতার প্রতি আগ্রহ হারাবে।
উল্লেখ্য, রোববার (২৯ মে) বিকাল সাড়ে ৩ টায় বরিশাল নগরীর শীতলা খোলা এলাকার মুমীতু কমিউনিটি সেন্টারের সামনে সাংবাদিক অপূর্ব অপু কে হামলা ও অপহরণচেষ্টা করে দুর্বৃত্তরা।
Leave a Reply