বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:৫০ অপরাহ্ন
উজিরপুর সংবাদদাতা: বরিশালের উজিরপুরের হারতা থেকে মহারানী মণ্ডল নামে ৮৫ বছরের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।আজ বৃহস্পতিবার (১৬ মে) সকালে উপজেলার হারতা ইউনিয়নের নাথারাকান্দি গ্রামের কাজিবাড়ী থেকে তার লাশটি উদ্ধার করা হয়। সে ওই এলাকার মৃত সুরেন্দ্র নাথ মণ্ডলের স্ত্রী।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে উজিরপুর মডেল থানার ওসি তদন্ত মো. হেল্লাল উদ্দিন খান জানিয়েছেন, ওই বৃদ্ধা রোগের যন্ত্রণা সইতে না পেরে বিষপানে (কীটনাশক) আত্মহত্যা করেছেন।
বৃদ্ধা মহারানী তার একমাত্র পুত্র সন্তান তারক মণ্ডলের সাথে ওই বাড়িতে থাকতেন। তার লাশটি ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মহারানীর ছেলে তারক মণ্ডল পুলিশের কাছে দাবি করেন, দীর্ঘদিন ধরেই তাঁর মা শ্বাসকষ্ট ও পেটে ব্যাথাসহ নানা জটিল রোগে ভুগছিলেন। রোগের যন্ত্রণা সইতে না পেরে সকলের অজান্তে সবজির ক্ষেতে দেওয়া কীটনাশক পান করে তাঁর মা আত্মহত্যার পথ বেছে নেন।
Leave a Reply