শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৬:৫১ অপরাহ্ন
ভয়েজ অব বরিশাল: সরকারি বিএম কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রীকে বেধড়ক মারধর এবং শরীর ও মুখমন্ডল কামড়ে থেতলে দেওয়ার ঘটনায় দায়েরকৃত মামলায় শিফাতউল্লাহ সৌরভ নামের এক কলেজ ছাত্রকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। শিফাতউল্লাহ সৌরভ পলাশপুরের বাসিন্দা আব্দুল লতিফের ছেলে। রোববার রাতে নগরীর ফলপট্টি এলাকার হোটেল আপ্যায়নের সামনে থেকে এসআই আরাফাত রহমান হাসান তাকে গ্রেফতার করেন। জানা গেছে, হোটেলের অংশীদার বাদশার ছোট ভাই সৌরভ। সে হোটেল আপ্যায়নের কাউন্টারেও বসতো। মামলায় খুনের উদ্দেশ্যে হামলার কথা উল্লেখ করা হয়েছে। তবে মেয়েটির সাথে সৌরভের প্রেমের সম্পর্ক রয়েছে এবং এ নিয়ে দ্বন্দ্ব থেকেই এই হামলার ঘটনা ঘটেছে বলে জানায় সংশ্লিষ্টরা।
মামলা সূত্রে জানা গেছে, জান্নাতুল ফেরদৌসি মিম বরিশাল সরকারি বিএম কলেজের দ্বাদশ শ্রেনীর শেষ বর্ষের ছাত্রী। আসামী একই কলেজ থেকে অনার্স শেষ বর্ষের পরীক্ষা দিয়েছে। আসামী সৌরভ প্রায়ই মিমকে কু-প্রস্তাব দিয়ে আসছে। প্রস্তাবে রাজি না হওয়ায় আসামী ক্ষিপ্ত হয়ে উঠে। একপর্যায়ে মিমের বান্ধবীদের কাছ থেকে মোবাইল নাম্বার নিয়ে তাকে বিরক্ত করে।
এ ঘটনা মিম তার বাবা-মাকে জানালে আসামী আরও বেশি ক্ষিপ্ত হয়ে ঘটনার দিন গত ৫ আগস্ট রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় শীতলাখোলাস্থ মিমের বাসায় গিয়ে গালিগালাজ করতে থাকে। প্রতিবাদ করলে মিমের মোবাইল ভেঙ্গে ফেলে। চর-থাপ্পর মেরে এবং তার শরীরে ও মুখমন্ডল কামড়ে গুরুতর আহত করে। এ সময় মিমের ডাকচিৎকারে অসুস্থ বাবা আসলে তাকেও মারধর করে। এ ঘটনায় মিম বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ সৌরভকে আটক করে আদালতে সোপর্দ করে। বিচারক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়।
এদিকে সৌরভের ভাই বাদশা জানান, মিমের সাথে সৌরভের দীর্ঘদিনের প্রেম চলছে। কয়েক মাস ধরে মিম অন্য একটি ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে সৌরভকে আর পাত্তা দিচ্ছে না। এ নিয়ে ক্ষিপ্ত হয়ে সৌরভ ওই কান্ড ঘটিয়েছে।
Leave a Reply