বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৪:০০ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ জাতীয় সংসদের বিভিন্ন আসনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত আইন সংশোধনের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার (৬ মে) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, নির্বাচন কমিশনের অনুরোধের ভিত্তিতেই আইনটি সংশোধন করা হয়েছে। তিনি বলেন, “বর্তমান জনসংখ্যা, ভৌগোলিক পরিবর্তন ও আর্থসামাজিক বাস্তবতা বিবেচনায় সীমানা পুনর্নির্ধারণ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। নির্বাচন কমিশনের প্রস্তাব অনুসারে আইন সংস্কার করে সেই পথ উন্মুক্ত করা হয়েছে।”
সংশোধিত আইনে নির্বাচন কমিশনকে আরও কিছু অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়েছে যাতে তারা সঠিক তথ্য ও জনসংখ্যাভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে আসন সীমানা নির্ধারণ করতে পারে। এর ফলে ভবিষ্যতে কিছু এলাকায় আসন সংখ্যা কমে যেতে পারে আবার কোথাও বাড়তেও পারে, যা নির্বাচনী ভারসাম্য রক্ষায় সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।
আইন উপদেষ্টা আরও বলেন, “এই আইন সংশোধনের মাধ্যমে নির্বাচন কমিশন আরও স্বাধীনভাবে কাজ করতে পারবে এবং প্রতিনিধিত্ব নিশ্চিত করার পথ প্রশস্ত হবে। এটি গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে এবং জনগণের নির্বাচনী অধিকারকে সুরক্ষা দেবে।”
তিনি উল্লেখ করেন, বর্তমানে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে যে কাঠামোগত সীমাবদ্ধতা রয়েছে তা এই আইন সংশোধনের মাধ্যমে অনেকটাই দূর হবে।
নতুন আইনটি এখন গেজেট আকারে প্রকাশের মাধ্যমে চূড়ান্ত রূপ পাবে এবং কার্যকর হবে। সংশোধনের ফলে আগামী জাতীয় নির্বাচন আরও স্বচ্ছ, গ্রহণযোগ্য এবং আধুনিক উপায়ে পরিচালনা করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
Leave a Reply