রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:৩৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:অপসোনিন ফার্মা লিমিটেডের নিউ প্লান প্রজেক্টের নিরাপত্তাকর্মীকে হত্যা চেষ্টার ‘বুদ্ধি’ প্রদান করার ঘটনায় গ্রেফতারকৃত বরিশাল জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সবুর খান সবুজের মুক্তি চেয়ে ৭ দিনের আল্টিমেটাম দিয়েছে গণপরিবহন সংশ্লিষ্ট উল্লেখযোগ্য কয়েকটি সংগঠন। ২৪ আগস্ট রুপাতলীতে অলোচনা সভা ও বিক্ষোভ মিছিল শেষে এই আল্টিমেটাম ঘোষণা করা হয়। নির্ধারিত সময়ে সবুর খান সবুজের মুক্তি না হলে দক্ষিণাঞ্চলে সড়ক পথের সকল যানবাহন চলাচল বন্ধ করে দিবে মালিক ও শ্রমিক সমিতিগুলো বলে জানিয়েছেন বরিশাল জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন, রুপাতলী বাস-মিনিবাস মালিক সমিতির সভাপাতি আজিজুর রহমান শাহীন, সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন, ২৫ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি বিদ্যুৎ কর্মকার পিংকু, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সেলিম খান প্রমূখ।
জানা গেছে, অপসোনিন ফার্মা লিমিটেডের নিউ প্লান প্রজেক্টের নিরাপত্তাকর্মী সোহাগ হাওলাদারকে ২২ আগস্ট রাতে কুপিয়ে আহত করে রুপাতলী হাউজিংয়ের বাসিন্দা সাকিবুল ইসলাম ওরফে সাকিব, সাইমুন হোসেন ওরফে দিপু, ছাব্বির হোসেন ওরফে রাব্বু ও রাকিব হোসেন। এ ঘটনায় অপসোনিন ফার্মা লিমিটেডের নিউ প্লান প্রজেক্টের সিকিউরিটি অফিসার শাহ আলম মোল্লা বাদী হয়ে নলছিটি থানায় মামলা দায়ের করেন। এজাহারে উল্লেখ করা হয়, সাকিবুল ইসলাম ওরফে সাকিব, সাইমুন হোসেন ওরফে দিপু, ছাব্বির হোসেন ওরফে রাব্বু, রাকিব হোসেন ১৪ আগস্ট অপসোনিন কোম্পানীর নিউ প্লান প্রজেক্ট এলাকায় প্রবেশ করে দেড় থেকে দুই লাখ টাকার ইলেকট্রিক তার চুরি করে। যা হাতেনাতে ধরে ফেলে নিরাপত্তাকর্মী সোহাগ হাওলাদার। পরে মুচলেকায় মুক্তি পায় চোরেরা।
এতে ক্ষুব্ধ হয়ে উল্লেখিত চার হামলাকারী ঘটনার বিবরণ জানায় ২৫ নং ওয়ার্ড আ.লীগের সাবেক সভাপতি ও বরিশাল জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সবুর খান সবুজকে। ঘটনা শুনে সবুজ মুঠোফোনে ওই নিরাপত্তাকর্মীর চোখ তুলে ফেলবেনসহ চুরি কাজে কেন বাধা প্রদান করা হয়েছে তা জানতে চেয়ে ‘চাঁদা’ দাবী করেন। শেষে অপসোনিন ফার্মা লিমিটেডের নিউ প্লান প্রজেক্টের নিরাপত্তাকর্মী সোহাগ হাওলাদারকে মারধরের পরামর্শ প্রদান করেন এই সবুর খান সুবজ। তার বুদ্ধিতে ২২ আগস্ট রাতে সেহাগকে কুপিয়ে জখম করে ফেলে রাখে সাকিবুল ইসলাম ওরফে সাকিব, সাইমুন হোসেন ওরফে দিপু, ছাব্বির হোসেন ওরফে রাব্বু, রাকিব হোসেন। এ ঘটনায় মামলা দায়ের হলে নলছিটি থানা পুলিশ সবুর খান সবুজকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করেন।
এর প্রতিবাদে টানা আল্টিমেটাম দিয়েছে পরিবহন সংশ্লিষ্ট সংগঠনগুলো। অল্টিমেটামে রয়েছে, রবিবার রুপাতলীতে মালিক শ্রমিক নেতাদের সমন্বয়ে মানবন্ধন, মঙ্গলবার প্রশাসনের উচ্চ পর্যায়ে সবুজ খানের মুক্তিচেয়ে স্মারক লিপি প্রদান। এরপরও সবুজ খানের মুক্তি না হলে দক্ষিণাঞ্চলে পরিবহন ধর্মঘট শুরু হবে।
Leave a Reply