সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:৩৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:উত্তম কুমার দেবনাথ নামের এক ব্যক্তির লাশ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেখে পালিয়েছে শ্বশুর বাড়ির লোকেরা। শনিবার সকালে ওই ব্যক্তির মৃত্যু নিশ্চিত হয়ে পালিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। নিহতের পরিবারের অভিযোগে উত্তমকে বিষ পান করিয়ে হত্যার পর লাশ রেখে পালিয়ে গেছে সংশ্লিষ্টরা।
নিহত উত্তম কুমার দেবনাথ (৪৫) বরিশাল নগরীর হাজী মোহাম্মদ মহসিন মার্কেটের ব্যবসায়ী ছিলো। তিনি ঝালকাঠি সদর থানাধীন শেখের হাট এলাকার পরিমল দেবনাথ এর ছেলে। তবে দীর্ঘ বছর ধরেই উত্তম কুমার নগরীর লাইন রোডে বসবাস করে আসছিলো। রোববার (১০ ফেব্রুয়ারী) শেবাচিমের মর্গে তার মৃত দেহের ময়না তদন্ত করা হবে।
হাসপাতাল সূত্রে জানাগেছে, শুক্রবার দিবাগত রাত সোয়া ১টার দিকে উত্তম কুমার দেবনাথকে তার শ্বশুর বাড়ির লোক পরিচয়ে বরিশাল শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করে দেয়। এর পর শনিবার বেলা ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কোতয়ালী মডেল থানা পুলিশ জানিয়েছে, সকালে মুঠোফোনের মাধ্যমে উত্তমের মৃত্যুর খবর তার বাবা-মায়ের কোছে জানায় শ্বশুর বাড়ির লোকেরা। সন্তানের মৃত্যু খবর পেয়ে স্বজনরা হাসপাতালে আসলেও শ্বশুর বাড়ির লোকেদের খুঁজে পায়নি।
নিহতের স্বজনরা জানায়, উত্তমের একটি ছিলে সন্তান রয়েছে। দীর্ঘ দিন ধরে স্ত্রীর সাথে তার পারিবারিক বিরোধ চলে আসছে। ইতিপূর্বে আরো একবার গলায় ফাঁস দিয়েছিলো উত্তম। তখন ভাগ্যক্রমে বেচে গেছে। এবার সে বিষপানে আত্মহত্যা করেছে।
নিহতের ঘটনায় দায়েরকৃত অপমৃত্যু মামলার তদন্ত কর্মকর্তা বলেন, বিষের কারনে উত্তম দেবনাথের মৃত্যু হয়েছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা সেটা নিশ্চিত হতে রোববার ময়না তদন্ত করা হবে। তাছাড়া পরিবারের পক্ষ থেকে মামলা বা অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply