রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:০১ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ পরিবারের সদস্যদের অচেতন করে শ্বশুরবাড়ির সর্বস্ব লুটের অভিযোগ উঠেছে এক মেয়ে জামাইয়ের বিরুদ্ধে। বুধবার দিবাগত রাতে চাঁদপুরের হাজীগঞ্জের গন্ধরপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে তার স্ত্রী নাজমা বেগম থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ আমলে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা যায়, হাজীগঞ্জ উপজেলার ৫নম্বর সদর ইউনিয়নের সুদিয়া গ্রামের খাজে আহম্মেদ বিয়ে করেন একই উপজেলার গন্ধব্যপুর ইউনিয়নের ফকির মোহাম্মদ বেপারির মেয়ে নাজমা বেগমকে। বিয়ের পর তারা মেয়ে জামাইয়ের চুরি পেশা সম্পর্কে জানতে পারেন।
অভিযুক্ত খাজে আহম্মেদের শ্যালক শামীম জানান, আমার মা, বোন (অভিযুক্তের স্ত্রী) এবং আমার মেয়ে শামীমা আক্তার ঘুমাচ্ছিল। গভীর রাতে খাজে আহম্মেদ আমাদের ঘরে ঢুকে নেশাজাতীয় দ্রব্য তাদের নাক-মুখে দিয়ে অচেতন করে। এই ফাঁকে ঘরে থাকা টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইলসহ দামি জিনিসপত্র মালামাল লুটে নেন তিনি।
এ ব্যাপারে আজ বৃহস্পতিবার অভিযুক্তের স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। নাজমা জানান, খাজে আহমেদ চুরির দায়ে আগে কয়েক বার জেলে খেটেছেন। বিষয়টি আমরা বিয়ের পরে জানতে পেরেছি। তিনি এখন আমার পরিবারের ওপর হাত দিলো।
হাজীগঞ্জ থানায় মামলার তদন্তকারী কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে সত্যতা পেলে নিয়মিত মামলা হবে।
Leave a Reply